কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এই স্লোগানে গাজীপুরের কাপাসিয়ায়
(৮ জানুয়ারি) বুধবার তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে। বিকেল ৩ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে থেকে র্যালি বের করে প্রশাসন। র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা,থানা অফিসার ইনচার্জ কামাল হোসেন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মামুনুর রহমান,উপজেলা প্রকৌশলী মাইন উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার বসাক প্রমুখ। সংক্ষিপ্ত আলোচনায় ইউএনও বলেন, তারুণ্যের উৎসব উপলক্ষে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে। নতুন করে উন্নতশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণদের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। তাই আগামীর বাংলাদেশ গঠনে তারুণ্যের শক্তি কাজে লাগাতে হবে।
বার্তা প্রেরকঃ
এসএম মাসুদ
কাপাসিয়া গাজীপুর।
Leave a Reply