মো:আলমগীর হোসাইন,স্টাফ রির্পোটারঃ
গাজীপুরের শ্রীপুরে রেডক্রিসেন্টের তত্ত্বাবধানে পরিচালিত বৈরাগীরচালা মাতৃসদন কেন্দ্রে তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
গত ২৮ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
তিন জন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা পরিচালিত ফ্রি মেডিকেল ক্যাম্পে গর্ভবতী মায়েদের চেকআপ সহ সব ধরনের রোগীদের ফ্রি ডাক্তার দেখানো ও প্রয়োজনীয় ঔষধ ফ্রিতে সরবরাহ করা হয়েছে।
বৈরাগীর চালা মাতৃসদন কেন্দ্রের ইনচার্জ আঞ্জুমান আরা বেগম শিউলি জানান,বিশেষজ্ঞ ডাক্তার গন রোগীর সমস্যা শুনে ব্যবস্থাপত্র প্রদান করেন এবং ওই ব্যবস্থাপত্র অনুযায়ী। রোগীদের কে প্রয়োজনীয় ওষুধ ফ্রিতে সরবরাহ করা হয়েছে। তিনজন বিশেষজ্ঞ ডাক্তার তিন দিনে প্রায় ৬ শতাধিক রোগীকে এই সেবা প্রদান করেন।
প্রধান কার্যালয়, মিরপুর-১৩,ঢাকা
Copyright © 2025 দৈনিক অপরাধ তল্লাশি. All rights reserved.