সংবাদদাতা, কাপাসিয়া,গাজীপুরঃ
কাভার্ড ভ্যান অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে বেলায়েত হোসেন মোড়ল (৩০)এক অটো চালক মারা গেছে। কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মো কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল আনুমানিক সাড়ে সাতটায় উপজেলা চাঁদপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের শামসুদ্দিন মোড়লের ছেলে বেলায়েত হোসেন মোড়ল কান্দানিয়া এলাকায় অটো রিক্সা ও কাভার্ড ভ্যান মুখোমুখি সংঘর্ষে মারাত্মক আহত হলে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কতব্যরত চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন। অপর দিকে রায়েদ ইউনিয়নের বিবাদিয়া গ্রামের আ: রহমানের ছেলে আটো রিক্সা চালক মোস্তফা কামাল (৫৫) গতকাল টোক নয়ন বাজার এলাকা সংলগ্ন ট্টলির সাথে মুখোমুখি সংঘর্ষে মারাত্মক ভাবে আহত হলে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কতব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। থানার উপ পুলিশ পরিদর্শক সোহাগ হোসেন জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত না করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাছাড়া টোক নয়ন বাজারের বিশিষ্ট টিন ব্যবসায়ী মোস্তফা (৫০) গাড়ি থেকে পড়ে মারাত্মক ভাবে আহত হয়ে ঢাকার পঙ্গু হাসপাতাল ভর্তি রয়েছেন বলে তার পরিবার জানান।
বার্তা প্রেরকঃ
এস এম মাসুদ
কাপাসিয়া, গাজীপুর।
Leave a Reply