কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ
ঢাকা কিশোরগঞ্জ মহাসড়কের কাপাসিয়া ফকির মজনু শাহ সেতু উপরে রাজদূত পরিবহনের একটি বাস একটি বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে বাইক চালক নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরও ১ জন গুরুতর আহত হয়েছে। ১৬ ডিসেম্বর সোমবার দুপুর ১:৩০ মিনিটের দিকে সেতুর উপর এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতের নাম সাকিব বয়স, (১৯) সে কাপাসিয়া উপজেলার কড়িহাতা ইউনিয়ন পিরিজপুর গ্রামের শামিম মিয়ার ছেলে। আহত আনান, ২০, একই ইউনিয়নের রামপুর গ্রামের মৃত গোলজার ছেলে। থানার ওসি কামাল হোসেন দৈনিক জনকণ্ঠকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘একটি বাস বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।’ বাস ও বাইক আটক রয়েছে। বাস চালাক পালিয়ে গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরী বিভাগে কর্তব্যরত ডাক্তার আলতাফ হোসেন জানান, দুই জনকে হাসপাতালে আনা হয়েছে। একজনকে মৃত আনা হয়েছে। আহতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বার্তা প্রেরকঃ
এসএম মাসুদ
কাপাসিয়া গাজীপুর।
Leave a Reply