মোঃ সুজন বেপারীঃ
মুন্সীগঞ্জে মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষ্যে মুন্সীগঞ্জ জেলা সার্কিট হাউজে জাতীয় পতাকা উত্তোলন, মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে বিজয় মেলা ২০২৪ এর শুভ উদ্বোধন ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত।
মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষ্যে জেলা প্রশাসন, মুন্সীগঞ্জ এর আয়োজনে মুন্সীগঞ্জ জেলা সার্কিট হাউজের মাঠে জাতীয় পতাকা উত্তোলনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন জনাব ফাতেমা তুল জান্নাত মহোদয়, জেলা প্রশাসক, মুন্সীগঞ্জ ও জনাব শামসুল আলম সরকার মহোদয়, পুলিশ সুপার, মুন্সীগঞ্জ জেলা।
বিজয় দিবস কুচকাওয়াজে অংশগ্রহণ করেন মুন্সীগঞ্জ জেলা পুলিশ দল, আনসার দল, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও বাংলাদেশ স্কাউটস।
এসময় মুন্সীগঞ্জ জেলা পুলিশের ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
পরবর্তীতে মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে ব্যানার ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বিজয় মেলা- ২০২৪ এর শুভউদ্বোধন করা হয় এবং বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বার্তা প্রেরকঃ
মোঃসুজন বেপারি
মুন্সীগঞ্জ প্রতিনিধি
Leave a Reply