তপন দাস, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর সৈয়দপুরে পৃথক দুটি স্থানে সড়ক দুর্ঘটনায় শিশু সহ নিহত হয়েছে ২ জন। বুধবার সকালে নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়ন এর ধলাগাছ এলাকায় দিনাজপুর রংপুর মহাসড়কে পিক-আপ ভ্যানের ধাক্কায় শামসুল হক ( ৬৫) নামে প্লাইউড কারখানার শ্রমিকের মৃত্যু হয় । নিহত শামসুল হক সৈয়দপুর উপজেলার ইসলাম বাগের রেলওয়ে বিদ্যুৎ বিতরন কেন্দ্রের সামনের এলাকার মৃত শফিউদ্দিনের ছেলে। এছাড়াও একাই উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের কালার ভিটা লংকা পাড়া নামক স্থানে মোহাম্মদ আব্দুল্লাহ নামে এক ৬ বছরের শিশুর মৃত হয় । এবং নিহত আব্দুল্লাহ উক্ত এলাকার মোহাম্মদ সোহেল ইসলামের ছেলে।
পুলিশ ও স্হানীয় সুত্রে জানা যায় সকাল ৯ টার দিকে নিহত আব্দুল্লাহ রাস্তার পাশে খেলা করার সময় মাটি বোঝাই ট্রলির ধাক্কা দিয়ে পালিয়ে যায় তখন স্হানীয়রা তাকে উদ্ধার করে সৈয়দপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে ।
এবিষয়ে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ( ভারপ্রাপ্ত) ফইম ইসলাম বলেন সৈয়দপুরে পৃথক দুটি স্থানে সড়ক দুর্ঘটনায় শিশু সহ নিহত হয় ২ জন তাদের দুজনের লাশ আইনী প্রক্রিয়া শেষে তাদের পরিবারের মাঝে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply