কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কাপাসিয়ায় জোবায়দা মেমোরিয়াল হাসপাতাল ও দেলোয়ার জেনারেল হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ, মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহারের অপরাধে দুটি মামলায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) বিকেলে উপজেলার বাসস্ট্যান্ড এলাকা সংলগ্ন দুটি হাসপাতালে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না তাসনীম। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়
বেসরকারী ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ- ১৯৮২ এর ৬(২৭) ধারায় ১০,০০০/- টাকা ও ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫১ ও ৫৩ ধারায় ১০,০০০/- দুটি মামলায়মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ-সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মো. মামুনুর রহমান, কাপাসিয়া থানা পুলিশ ও আনসার সদস্য উপস্থিত ছিলেন।
বার্তা প্রেরকঃ
এসএম মাসুদ
কাপাসিয়া গাজীপুর।
Leave a Reply