1. admin@aparadhatallasi.com : admin :
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রলীগের শাকিল বিএনপির যুবদল নেতা বিস্ফোরক মামলায় সিংহশ্রী ইউপি চেয়ারম্যান গ্রেফতার  নীলফামারীতে প্রাইভেটকারের ধাক্কায় নিহত স্কুল শিক্ষিকা রংপুরে আ.লীগ-জাপার ৩৯ নেতাকর্মীর নামে মামলা দোয়ারাবাজারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাইফুল গ্রেফতার হরিপুরে লেবু চাষ করে মতিউরের ভাগ্য বদল মুন্সীগঞ্জের মিরকাদিম পৌর কার্যালয়ে মতবিনিময় অতি: জেলা প্রশাসক মুন্সীগঞ্জে জেলা পুলিশ সুপার কার্যালয়ে ঢাকা রেঞ্জের ডিআইজি পরিদর্শন যশোরের শার্শা উপজেলার শিকারপুর সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় ঢাকা গাজিপুরের সাবেক মেয়র আটক রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ৩ দিনের রিমান্ডে

শীতে সবজির দাম কমলেও বেড়েছে পেঁয়াজ ও দেশী মুরগীর দাম

  • আপডেট সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৩৫ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুর শহরের বাহাদুর বাজারসহ উপজেলার বিভিন্ন হাট—বাজারে উঠতে শুরু করেছে সব ধরনের শীতকালীন সবজি। এতে অনেক সবজির দাম আগের চেয়ে কমে এসেছে। দাম কমে যাওয়ায় খুশি সাধারণ ক্রেতারা।
১০ নভেম্বর (রবিবার) বাহাদুর বাজার ও ফুলবাড়ী উপজেলার পৌর বাজার ঘুরে দেখা যায়, গত দুই সপ্তাহ আগে যে বেগুনের কেজি ছিলো ৮০ টাকা আজ তা বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে, ৬০ টাকার পটল বিক্রি হচ্ছে ৪০ টাকা, ১২০ টাকার সোনামুখি করলা বিক্রি হচ্ছে ১০০ টাকা, ২৪০ টাকার শিম বিক্রি হচ্ছে ১৬০ টাকা, ১২০ টাকার ফুলকপি—বাঁধাকপি বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি, ৬০ টাকার শসা ৪০ টাকা কেজি, ৭০ টাকার মিষ্টি কুমড়া ৫০ টাকা কেজি, আলু বিক্রি হচ্ছে ৫৫ টাকা কেজি, ২৪০ টাকা কেজি দরের কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি। তবে সবজির দাম কমলেও স্থলবন্দর হিলি বাজারে ঘুরে দেখা যায়, বাজারের প্রতিটি দোকানেই আমদানিকৃত ও দেশী পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। কদিন আগে ভারত থেকে আমদানি করা প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল ৮৫—৯০টাকা, বর্তমানে তা বেড়ে ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি পেঁয়াজের দাম কেজিতে ১শ’ থেকে বেড়ে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে, বাজারে সবজি কিনতে আসা একজন ক্রেতা জানান, কিছুদিন আগে সবজির দাম ছিলো আকাশ ছোঁয়া। আজ বাজারে এসে অনেক স্বস্তি পাচ্ছি। প্রতিটা সবজির দাম কমে গিয়েছে। তবে আরও দাম কমে গেলে আমরা অনেক উপকৃত হব। ইলিশের লেজ ধরতে না পারলেও পরিবার পরিজন নিয়ে সবজি খেয়েই দিন কাটাতে পারব।
ফুলবাড়ী পৌর বাজারে এক মাছ ব্যবসায়ী জানান, ৫ আগষ্টের পূর্বে যে ইলিশের দাম ১৮০০ থেকে ২০০০ ছিল তা এখন ১৬০০ টাকায় নেমে এসেছে। তবে ফুলবাড়ীর মুরগী ব্যবসায়ী আব্দুল গফুর জানান, ৪২০ টাকা দেশী মুরগী এখন ৪৫০ টাকা বিক্রি হচ্ছে, দুই সপ্তাহ আগে যে ব্রয়লার মুরগীর দাম ১৮০ টাকা ছিল তা এখন ১৬০ টাকায় নেমে এসেছে। বাহাদুর বাজারের সবজি ব্যবসায়ীরা জানান, বাজারে শীতকালীন সবজি উঠতে শুরু করায় দাম অনেক কমতে শুরু করেছে। দাম কমে যাওয়ায় বেচা—বিক্রিও ভাল হচ্ছে। জেলা ও উপজেলা ক্যাবের নেতৃবৃন্দরা জানান, মধ্যস্বত্বভোগীদের কারণে উৎপাদনকারী চাষীরা তাদের ব্যয়কৃত অর্থ তুলতে পারছে না। তারা বাজারের এই দৌরাত্ম, ব্যবসায়ী সিন্ডিকেট ভাঙ্গার জোর দাবী জানান সংশ্লিষ্ট প্রশাসনের কাছে। তা না হলে অন্তর্বর্তীকালীন এ সরকারের অর্জন ম্লান হয়ে যাবে বলেও জানান তারা। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে আমরা নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছি। কারও বিরুদ্ধে বাড়তি দাম নেয়ার অভিযোগ পাওয়া গেলে আর্থিক জরিমানা করা হচ্ছে।

মোঃ আশরাফুল ইসলাম,
ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি
তাং— ১০.১১.২০২৪
মোবাইল: ০১৭৩৩৭৯৩৯৭৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দৈনিক অপরাধ তল্লাশি

Theme Customized By Shakil IT Park