মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
যশোরের অভয়নগরে ভয়াবহ আগুন লেগে তিনটি দোকানে প্রায় সাড়ে আট লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার দুপুর সাড়ে বারোটায় নওয়াপাড়া রেলওয়ে গেট, হোম মার্ট মার্কেটের পাশে অবস্থিত তিনটি দোকানে আগুন লেগে এ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, দোকানের ভিতর থেকে একাধারে কালো ধোঁয়া বের হচ্ছে কিছুক্ষণ পর আগুনের গোলা দেখতে পেয়ে আমরা ফায়ার সার্ভিসে খবর দেই, কিছুক্ষণ পর ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কাঠগোলা, ওয়ার্কসপ এবং চায়ের এই তিনটি দোকান পুড়ে ছাঁই হয়ে যায়। দোকানের কত টাকার ক্ষয় ক্ষতি হয়েছে এ বিষয়ে জানতে চাইলে, ক্ষতিগ্রস্ত দোকানদার মোঃ নুর ইসলাম জানায়, আমার প্রায় সাড়ে তিন লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে, দোকানের ভিতর ড্রিল মেশিন, গ্রাইন্ডিং মেশিন সহ অন্যান্য যন্ত্রপাতি পুড়ে ছাঁই হয়ে গেছে আমি এখন কি করে সংসার চালাবো। কাঠগোলা দোকানদার মোঃ রিপন হোসেন বলেন, আমার এখন মাথায় হাত, আমার প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়ে গেছে। ফার্নিচার তৈরি করার যন্ত্রপাতি-রাউডার, চাছা মেশিন, জিক্সার মেশিনসহ পুড়ে ছাঁই হয়ে গেছে, আমি এখন নিঃস্ব হয়ে গেছি। চায়ের দোকানদার পীর মোহাম্মদ বলেন, চায়ের দোকানের উপর নির্ভর করে আমার সংসার চলে, আমি এখন বেকার হয়ে গেলাম। আমার প্রায় সাত থেকে আট হাজার টাকার ক্রয় ক্ষতি হয়েছে। কিভাবে এই আগুন লাগতে পারে এ বিষয়ে সরাসরি ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ আলাউদ্দিন হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে তবে তদন্ত করে বিষয়টি খতিয়ে দেখবে বলে জানায়।
মোঃ কামাল হোসেন
বিশেষ প্রতিনিধ
Leave a Reply