রিয়াজুল হক সাগর,রংপুরঃ
ভিপি নুর আমাদের কাছে কোন ফ্যাক্টর নয়, তাদের আমরা গননা করিনা জাতীয় পার্টির কো চেয়ারম্যান মোস্তফার এই বক্তব্য ২৪ ঘন্টার মধ্যে ক্ষমা চেয়ে প্রত্যাহারের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। না করলে সারাদেশে জাতীয় পার্টিকে প্রতিহত করার ঘোষনা দিয়েছে দলটি।রোববার (৩ নভেম্বর) দুপুর রংপুর মহানগরীর সিটি বাজার এলাকায় গণ অধিকার পরিষদের কার্যালয়ে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের উচ্চতর সদস্য হানিফ খান সজীব সংবাদ সম্মেলনে এই ঘোষনা দেন। এসময় দলটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মন্নাফ, ভারপ্রাপ্ত জেলা আহবায়ক শেরে খোদা আসাদুরল্লাহ, যুগ্ম সদস্য সচিব তোফায়েল আহমেদ তুষার, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি এম এ জলিল রতন ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান, মহানগর যুব পরিষদ সভাপতি তারেকুজ্জামান রতন প্রমুখ।লিখিত বক্তব্যে সজীব বলেন, রংপুরে ফ্যাসিবাদের দোসর হিসেবে পরিচিত জাতীয় পার্টির নেতৃবৃন্দের করা একটি বিক্ষোভ মিছিল সোশ্যাল মিডিয়ায় আমাদের দৃষ্টিগোচর হয়েছে। যেখানে তারুণ্যের আইকন ফ্যাসিবাদ পতনের অন্যতম রুপকার ডাকসুর সাবেক ভিপি গণঅধিকার পরিষদের সভাপতি নুরুলহক নুর ও গণঅধিকার পরিষদের সম্পর্কে অত্যন্ত বাজে ভাষায় কুরুচিপূর্ণ মন্তব্য ও কটুক্তিমূলক স্লোগানসহ বক্তব্য দেয়া হয়েছে। গণঅধিকার পরিষদ ফ্যাসিস্ট হাসিনার অবৈধ ক্ষমতার হালুয়া-রুটির সহযোগী জাতীয় পার্টির নেতা-কর্মীদের এমন অসভ্য আচরণ ও জঘন্য কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।সংবাদ সম্মেলনে সজীবের অভিযোগ, ‘ভারতীয় নীলনকশায় দেশের গণতন্ত্র ধ্বংস করে আওয়ামী ফ্যাসিবাদ কায়েমে বিগত তিনটি নির্বাচনেই সহযোগী ছিলো জাতীয় পার্টি। তারা এর আগেও বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম নেতা সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহকে নিয়েও করুচিপূর্ণ ও কটুক্তিমূলক অসভ্য আচরণ করেছিলো। বিপ্লবোত্তর বাংলাদেশে শান্তিপ্রিয় রংপুরের আঞ্চলিক শান্তি ও সহনশীলতা স্বার্থে ভিন্নমতের রাজনীতির প্রশ্নে আমরা উদারতা দেখাচ্ছি , জাতীয় পার্টি হয়তো সেটিকে দুর্বলতা ভাবছে। সজীব বলেন, ‘ জাতীয় পার্টির মিছিল থেকে জুলাই বিপ্লবের সংগ্রামী সহযোদ্ধা নুরুল হক নুর ও গণঅধিকার পরিষদ নিয়ে কটুক্তি করেছেন , বাজে স্লোগান দিয়েছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে তারা নিঃশর্ত ক্ষমা প্রার্থনা না করলে রংপুরসহ সারাদেশে তাদের বিরুদ্ধে গণপ্রতিরোধসহ আইনগত ব্যবস্থা নেয়া হবে। সজীবের অভিযোগ, ‘ জাতীয় পার্টির লাগামহীন পাগলা নেতা-কর্মীদের আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদের রক্তস্নাত রংপুরের মাটিতে গণহত্যাকারী খুনী ফ্যাসিস্ট ও তার সহযোগীদের রাজনীতির স্থান হবে না। কোন ব্যক্তি বা সংগঠন যদি ফ্যাসিবাদের পুর্নবাসনে রংপুরকে অশান্ত ও উত্তপ্ত করার চেষ্টা করে রংপুরের বিপ্লবী ছাত্র-জনতাকে নিয়ে সমুচিত জবাব দেয়া হবে ‘ সংবাদ সম্মেলনে সজীব আরও বলেন, দেশে স্থিতিশীলতা আনয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গণহত্যাকারী ফ্যাসিস্ট ও তার দোসরদের আস্ফালন বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকেও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। শনিবার ( ২ নভেম্বর) বেলা ৩ টায় রংপুর মহানগরীতে বিক্ষোভ মিছিল শেষে পায়রা চত্বরে সমাবেশে জাতীয় পার্টির কো- চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা ঘোষণা দিয়েছিলেন, সমাবেশে মোস্তফা বলেন, ‘ আমাদের নুরের দলকে হিসাব করার সময় আমাদের নাই। কোথায় কোন চুনোপুটি কোথায় কি করলো সেটা হিসাব করার সময় জাতীয় পার্টির নাই। আমরা আজকের বিক্ষোভ সমাবেশ থেকে ঘোষনা দিতে চাই, ভিপি নুর কোন ফ্যাক্টর না। ভিপি নুরের যারা পৃষ্ঠপোষকতা করছেন। যারা পর্দার আড়াল থেকে ভিপি নুরকে প্রোগ্রাম করার সহযোগিতা করছেন। তারা মুলত জাতীয় পার্টির বিরুদ্ধে চক্রান্ত করছেন। কিভাবে জাতীয় পার্টিকে নিশ্চিহ্ন করা যায় সেই ষড়যন্ত্র করা করছেন। তাদের উদ্দেশ্যে বলতে চাই, রংপুরে আমাদের রক্ত যতক্ষণ পর্যন্ত ধমনিতে বইছে। ততক্ষণ পর্যন্ত জাতীয় পার্টির বিপক্ষে কেউ কোন চ্যালেঞ্জ করতে চাইলে তা পাল্টা চ্যালেঞ্জ করে মোকাবেলা না করে আমরা মাঠ ছাড়বো না।
বার্তা প্রেরকঃ
রিয়াজুল হক সাগর,
রংপুর বিভাগীয় প্রধান
ফোনঃ01757866853
প্রধান কার্যালয়, মিরপুর-১৩,ঢাকা
Copyright © 2024 দৈনিক অপরাধ তল্লাশি. All rights reserved.