মোঃ আবু হাসান নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় সদর থানা শ্রমিকলীগের সভাপতি ও গাজীপুর সিটি কর্পোরেশনের ৩১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলমাস মোল্লা গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার দুপুরে গাজীপুর মহানগরের দক্ষিণ ছায়াবিথী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের (উত্তর) ওসি শফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে পুলিশ।
পুলিশ জানায়, গত ৮ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আলমাস মোল্লাসহ এজাহারনামীয় আরও আসামীরা আন্দোলনকারীদের উপর পিস্তল ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে ফাহিম নামে এক যুবক গুলিবিদ্ধ হন এবং আন্দোলনকারীদের মধ্যে ১০ থেকে ১৫ জন গুরুতর আহত হন।
এ ঘটনায় হুমায়ুন কবির বাদী হয়ে গাজীপুর মহানগরের সদর থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, আলোচিত এই কাউন্সিলরের বিরুদ্ধে হত্যা, অপহরণ, ধর্ষন, দখলবাজী, চাঁদাবাজিসহ প্রায় একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। অত্যাচারী এই সাবেক কাউন্সিলর নিজ এলাকায় ঘ্যার ঘ্যার মোল্লা নামে পরিচিত।
Leave a Reply