নাজমুল ইসলাম মন্ডলঃ
রাজধানীর তুরাগে অধিগ্রহন ব্যতীত নিজস্ব জমিতে সরকারি পিলার স্থাপন ও ওয়াকওয়ে নির্মাণের প্রতিবাদে জমি মালিকদের মানববন্ধন।
শনিবার (২৬ অক্টোবর) বিকাল ৩ ঘটিকায় আব্দুল্লাহপুর টু আশুলিয়া সড়কের কামারপাড়া এলাকায় শতাধিক ভুক্তভোগী পরিবার এ মানববন্ধন করেছে।
মানববন্ধনে তারা বলেন আমরা প্রকৃত মালিকগণ ফ্যাসিস্ট সরকারের জুলুমের শিকার হয়েছি,কিছু অসাধু কর্মকর্তা তাদের স্বার্থ হাসিলের জন্য আমাদের নিজস্ব জমিতে অধিগ্রহণ ছাড়াই সরকারি পিলার স্থাপন, ওয়াকওয়ে নির্মাণ শুরু করেছে এতে আমরা শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছি। সরকারের কাছে আমাদের দাবি অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের নিজস্ব জমির ন্যায্য মূল্য দিয়ে তাদের কাজ চালানোর জন্য বলেন।
এ সময় মানববন্ধনে বিভিন্ন প্লেকার্ডে বক্তারা বলেন বিআইডব্লিউটি এর অবৈধ জমি দখলের বিচার চাই,নদীর পিলার হবে নদীর জায়গায় আমাদের মালিকানা জমিতে নদীর পিলার কেন? ওয়াকওয়ে নির্মাণের নামে বিআইডব্লিউটিএ কর্তৃক এলাকাবাসীর জমি জবরদখল, অধিগ্রহণ ব্যতীত পাবলিকের জমিতে পিলার স্থাপন ওয়াকওয়ে নির্মাণ বন্ধ করতে হবে।
জমির মালিক, দারুল ফালাহ্ ছালেহিয়া সাহেব আলী আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর মোহাম্মদ সাদেক হাসান বলেন ওয়াকওয়ে না করার আগে দুইবার পিলার স্থাপন করেছে, আমাদের জমি অধিগ্রহণ না করেই কোন প্রকার ক্ষতিপূরণ না দিয়ে পরবর্তীতে আমাদের নিজস্ব মালিকানাধীন জমিতে পিলার স্থাপন করতেছে, আমি ক্ষতিপূরণের কথা জানালে আমাকে পুলিশ দিয়ে হয়রানি করে।
এ সময় উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন,ভুক্তভোগী আলম চান,মোঃ শহিদুল ইসলাম, মোঃ সুমন মিয়া,
মোঃ এনামুল কবির,মোঃ সফিকুল ইসলাম সহ আরও অনেকেই।
প্রধান কার্যালয়, মিরপুর-১৩,ঢাকা
Copyright © 2024 দৈনিক অপরাধ তল্লাশি. All rights reserved.