মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরে সাইফুল ইসলাম নামের এক ইউপি সদস্যর উপর হামলার অভিযোগ উঠেছে। আহত অবস্তায় তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। আজ রবিবার সকালে এ তথ্য নিশ্চিত করে তার পরিবার। স্বজন ও হাসপাতাল থেকে জানাযায়, গতকাল শনিবার (১৯-১০-২৪) দুপুরে সাইফুল ইসলাম ডাসার উপজেলা থেকে নিজবাড়ি কাজীবাকাই ইউনিয়নে যাওয়া সময় চৌরাস্তা নামক স্থানে তার মটর সাইকেলে রোধ করে কয়েকজন দূর্বৃত্ত তার উপর হামলা করে। এ সময় সাইফুল ডাক চিৎকার দিলে তাকে ফেলে পালিয়ে যায় দূর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। আহত সাইফুল ইসলাম ডাসার উপজেলার কাজীবাকাই ইউনিয়নের ৭নং ওয়ার্ড সাবেক সদস্য। সাইফুল ইসলাম এ ব্যাপারে বলেন, কাজীবাকাই ইউনিয়নের চৌরাস্তার আহম্মদ ফকিরের ছেলে আফজাল ফকির ও মিরাজ বেপারীর ছেলে সিফাল বেপারী সহ কয়েকজন মিলে আমার উপর হামলা করে এবং কিছু দিন আগে আমার বাড়িতেও লুটপাট করে অমি ভয়ে কাউকে কিছু বলতে পারি নাই। আমি এদের বিচার চাই। অভিযুক্ত আফজাল ফকির বলেন, আমি কয়েকটি চড় থাপ্পর দিয়েছি আর কিছু করি নাই। ডাসার থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ উল হাসান জানান, অভিযোগ পেলে ব্যাবস্থা নেওয়া হবে।
Leave a Reply