কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান নঈম উদ্দীণ সেন্টু(৫০) কে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। (৩০ সেপ্টম্বার) সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ফিলিপনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে। তিনি দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি।স্থানীয় জনগণ ও অত্র ইউনিয়ন পরিষদের সচিব রাশিদুল ইসলাম জানান যে,তিনি প্রতিদিনের মতো সকালে ইউনিয়ন পরিষদের নিজ কার্যালয়ের কক্ষে বসে পরিষদের কাজ করছিলেন আনুমানিক বেলা সাড়ে ১১টার দিকে তার কক্ষের পেছনে থাকা জানালা দিয়ে দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে কয়েকটি গুলি করে। পরে কয়েকজন প্রকাশ্য তার কক্ষের সদর দরজা দিয়ে সামনে থেকে আরো কয়েকটা গুলি করে এতে গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। গুলির শব্দে স্থানীয় লোকজন ছুটে এলে তাঁদের লক্ষ্য করেও গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নঈম উদ্দীন সেন্টু চেয়ারম্যান আরমা গ্রুপ অফ কোম্পানির মালিক জনাব আব্দুর রাজ্জাকের বড় ভাই।নঈমউদ্দিন সেন্টু পরপর বেশ কয়েকবার চেয়ারম্যান নির্বাচিত হয়।এছাড়ও এলাকাতে সুনামের সাথে সে চেয়ারম্যানি করে আচ্ছে।
দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন দুর্বৃত্তদের গুলির আঘাতে ফিলিপনগর ইউনিয়ন চেয়ারম্যান নঈম উদ্দিন সেন্টার মৃত্যু হয় এতে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হলে থানা পুলিশের যৌথ অভিযানে এলাকা স্বাভাবিক আছে কিন্তু এখনো প্রত্যক্ষদর্শীদের শনাক্ত করা যায়নি সনাক্তকরণ করার কাজ চলছে। অপরাধের যেই হোক তাকে খুব দ্রুত আইনের আওতায় আনা হবে এবং ন্যায্য বিচার করা হবে।
এলাকা বাসীর দাবী এ ঘটনা তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।
Leave a Reply