1. admin@aparadhatallasi.com : admin :
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
রংপুরে দাফনের ৫৮ দিন পর লাশ উত্তোলন ফুলবাড়ীতে বালু ভর্তি ট্রাক্টর থেকে ৩০০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবাররি আটক লোহাগাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম ১ম বর্ষের ছাত্রদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠানের অনুষ্ঠিত হয় ১৯ দিনব্যাপ আন্তর্জাতিক সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল উদ্বোধন হলো আজ লামায় নিখোঁজ হওয়ার তিনদিন পর মাতামুহুরী নদী থেকে লাশ উদ্ধার… নার্সিং ও মিডওয়াইফারি সংস্কারের দাবীতে ঢাকা কিশোরগঞ্জ মহাসড়কে মানববন্ধন নার্সিং অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগ দাবিতে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন জাতির উন্নতির জন্য দল মত ভুলে টেকনোলজিস্ট সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে, ডলার বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রে ৩ নং ইউনিটটির উৎপাদন শুরু গাজীপুর প্রেসক্লাবের ২০২৪-২৫ নির্বাচন অনুষ্ঠিত মাসুদুল সভাপতি, নজরুল সাধারণ সম্পাদক

বাঁশখালীতে সাবেক এমপি মোস্তাফিজ, পৌর মেয়র, ৪ ইউপি চেয়ারম্যান, কৃষি কর্মকর্তা, কলেজের অধ্যক্ষ সহ ২ মামলায় ১১২ জন আসামী

  • আপডেট সময় : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ১৬ বার পঠিত

মুহাম্মদ জাবেদ হোসাইন বিপ্লব,চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

বাঁশখালীতে সাবেক এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল গফুর, কালীপুর ইউপি চেয়ারম্যান শাহাদাত আলম, খানখানাবাদ ইউপি চেয়ারম্যান জসিম হায়দার, চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, সরল ইউপি চেয়ারম্যান রশিদ আহমদ সহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন কালীপুর ইউপির সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী।

অপর দিকে সাবেক এমপি মোস্তাফিজ, সাবেক মেয়র সেলিমুল হক চৌধুরী , সরল ইউপির চেয়ারম্যান রশিদ আহমদ , আলাওল ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ইদ্রিস , সাবেক কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম সহ ৩৮ জনের নামে মামলা দায়ের করেছেন সরল ইউপি জাফর আহমদ।
পুরে বাঁশখালী সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মামলা ২ টি আমলে নিয়ে বাঁশখালী থানার ওসিকে এজহার হিসেবে গণ্য করার নির্দেশ দিয়েছেন।

বাদী পক্ষে মামলা ২ টি পরিচালনা করেন
এডভোকেট দীপংকর দে, এডভোকেট তকসিমুল গণি ইমন, এডভোকেট আমিন,
এডভোকেট লুৎফুর হায়দার রিয়াদ, এডভোকেট হেলাল, এডভোকেট সাইফুদ্দিন সহ বিপুল সংখ্যক আইনজীবী।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৬ আগষ্ট বিকেলে জ্বালানী তৈল, পরিবহন ভাড়া বৃদ্ধি এবং ভোলা জেলায় ছাত্রদলের নেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আবদুর রহিম হত্যার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্র ঘোষিত শান্তিপূর্ণ সমাবেশ শেষে সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী ও দক্ষিণ জেলা বি.এন.পির বর্তমান আহবায়ক আবু সুফিয়ান এর নেতৃত্বে
বিক্ষোভ মিছিল করে আনোয়ারা-বাঁশখালী প্রধান সড়কের দিকে এগিয়ে আসতে থাকলে বাঁশখালীর সাবেক সংসদ মোস্তাফিজের নির্দেশে আসামীগণ পুলিশের সাথে পূর্ব থেকে অবৈধ অস্ত্র, পেট্রোল বোমা, ককটেল, লাঠি, লোহার রড, হকিস্ট্রিক নিয়ে হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা একযোগে উল্লেখিত সকল আসামীগণ এবং অজ্ঞাত ২০০-৩০০ জন আসামীগণের নেতৃতে শান্তিপূর্ণ মিছিলে অংশগ্রহণ কারী নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ উপর হামলা করে। প্রকাশ্যে মিছিলে গুলি করে এবং শতাধিক বোমাও ককটেল বিস্ফোরণ ঘটায়। সকলে একযোগে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু শ্লোগান দিয়ে গণমিছিলে হামলা করে, ককটেল, টিয়ারসেল বিস্ফোরণ করে ৫০ জন নেতা-কর্মীকে মারত্মক ভাবে আহত করে।

অপর দিকে ২০১৬ সালে ইউপি নির্বাচন চেয়ারম্যান বাঁধা প্রদান গুম ও মারধর সহ বিভিন্ন অপরাধে সাবেক এমপি মোস্তাফিজ, সাবেক মেয়র সেলিমুল হক চৌধুরী , সরল ইউপির চেয়ারম্যান রশিদ আহমদ , আলাওল ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ইদ্রিস , সাবেক কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম সহ ৩৮ জনের নামে মামলা দায়ের করেছেন জাফর আহমদ।

বাদীর আইনজীবী এডভোকেট তকসিমুল গণি ইমন জানান, আদালত মামলা ২টি আমলে নিয়ে বাঁশখালী থানার ওসিকে এজহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন।

এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ ওসি তদন্ত সুধাংশু শেখর হাওলাদার জানান, মামলার বিষয়টি শুনেছি। আদালত থেকে আদেশের কপি পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দৈনিক অপরাধ তল্লাশি

Theme Customized By Shakil IT Park