1. admin@aparadhatallasi.com : admin :
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে তাহির হত্যা মামলায় সাত দিনের রিমান্ডে তুষার কান্তি মন্ডল শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধ, দুই নারীসহ আহত ৪, ককটেল বিস্ফোরণে আতঙ্ক সৃষ্টির অভিযোগ শ্রীপুরে, ঈদে মিলাদুন্নবী (সাঃ) আলাইহি ওয়াসাল্লাম উৎযাপন আল্লাহ সীমালঙ্ঘনকারীকে ক্ষমা করেননা—হরিপুরে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাপাসিয়াতে পরিবেশ দূষন রোধে ডাস্টবিন বসাচ্ছেন শিক্ষার্থীরা স্ত্রীকে ফিরে পেতে স্বামীর আকুতি সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা মধ্যে রাতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় তল্লাশি  ভুমি অফিসের পিয়ন থেকে কয়েক কোটি টাকার মালিক ফুলবাড়ীতে ভোক্তা অধিকার আইনে তিন ব্যবসয়ীকে জরিমানা

ফুলবাড়ীতে এমপির বাস ভবনসহ দলীয় কার্যালয় ভাংচুর

  • আপডেট সময় : সোমবার, ৫ আগস্ট, ২০২৪
  • ১৫ বার পঠিত

মোকাররম হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ

শিক্ষার্থীদের উপর হামলা ও হত্যার প্রতিবাদসহ সরকার পত‌নের এক দফা দাবীতে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ছাত্র-জনতা। এসময় দিনাজপুর-৫ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মোস্তাফিজুর রহমান এর ৫তলা বাস ভবনসহ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাংচুর করা হয়।

রোববার সকাল ১০টায় দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের নিমতলা মোড়ে ছাত্র অভিভাবকসহ সাধারণ জনগণ দলে দলে সমবেত হতে থাকেন। এরপর সকাল সাড়ে ১০টায় তারা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পৌর শহরের ঢাকা মোড়ে গিয়ে ঘন্টা ব্যাপী সড়ক অবোরধ করে স্লোগান দিতে থাকেন। পরে সাড়ে ১১টার দিকে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নিমতলা মোড়ে এসে সড়ক বেরিকেট দিয়ে দুপুর দেড়টা পর্যন্ত সমাবেশ করেন আন্দোলনকারীরা। এসময় তারা সরকার বি‌রোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
এদিকে আন্দোলন চলাকালে ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে স্থানীয় আওয়ামী লীগ নেতারা অবস্থান করছিলেন। তাদের সাথে বাকবিতন্ডায় জড়ায় কিছু যুবক। তর্কবিতর্কের এক পর্যায়ে দিনাজপুর-৫ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগরে সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মোস্তাফিজুর রহমান এর ৫তলা বাস ভবনসহ ভব‌নে থাকা দলীয় কার্যালয়, স্ট্যান্ডার্ড ব্যাংক, উপ-কর কমিশনা‌রের কার্যালয়ে ইট পাটকেল ছুড়ে ভাংচুর চালায় কিছু যুবক। এসময় দলীয় নেতা কর্মীরা বাসভবনের ভিতরে প্রবেশ করে নিজেদের রক্ষা করেন।
এতে আরও উত্তপ্ত হয়ে উঠে ফুলবাড়ী। এদিকে এ ঘটনায় সকল দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। ঘটনার পর সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। পরে নিরাপত্তা জোরদার করতে সেখানে অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্য মোতা‌য়েন করা হয়।
বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, আমার ভাইদের হত্যার বিচার চাই। হত্যাকারীর বিচারসহ ১দফা দাবী আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি, ভাংচুরের ঘটনা কারা ঘটিয়েছে তা আমরা জা‌নিনা।

অভিভাবকরা বলেন, সন্তানদের ন্যায্য দাবী আদায়ে আমরাও তাদের পাশে আছি। আমারা শিক্ষার্থীদের হত্যার বিচারসহ এই সরকা‌রের পদত্যাগ চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দৈনিক অপরাধ তল্লাশি

Theme Customized By Shakil IT Park