মো. আশরাফুল ইসলাম(ফুলবাড়ী)দিনাজপুরঃ
ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষে র্যালী, আলোচনাসভা ও মৎস্যপোনা অবমুক্ত করন অনুষ্ঠিত হয়েছে।
৩১ জুলাই (বুধবার) দুপুর ২টায় উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলা চত্তরে থেকে একটি র্যালী বের হয়। র্যালী শেষ উপজেলা পরিষদের পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করা হয়। মৎস্য পোনা অবমুক্তর পর উপজেলা সভাকক্ষে আলোচনা সভা ও সফল মৎস্য চাষিদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
র্যালী ও আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে মোবাইল ফোনের মাধ্যমে বক্তব্য রাখেন আইন ও বিচার বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ, উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কাওছার হোসেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি এনামুল হূদা, দেতদিঘী ইউপি চেয়ারম্যান শাহ আব্দুল কুদ্দুস, খয়েরবাড়ী ইউপি চেয়ারম্যান এনামুল হক প্রমুখ। আলোচনাসভা শেষে তিন জন সফল মৎস্য চাষিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
প্রধান কার্যালয়, মিরপুর-১৩,ঢাকা
Copyright © 2024 দৈনিক অপরাধ তল্লাশি. All rights reserved.