নিজস্ব প্রতিবেদকঃ
বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলার গোদার পাড় এলাকার ধুতরাঙ্গ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ড. এফ দীপংকর মহাথের এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে মহাথের এর পা মাটির সাথে লাগানো থাকায় এটি হত্যা, নাকি আত্মহত্যা এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তুলেছেন অনেকে।
আজ ১৩-জুলাই-২০২৪ দুপুর ৩টার দিকে বিহার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এসময় একটি চিরকুট উদ্ধার করা হয়, চিরকুটে ভান্তে তার অনুসারিদের তার স্বপ্নগুলো পূরনের কথা লিখেন।
তবে চিরকুটটি দীপংকর মহাথের এর হাতের লেখা কিনা নিশ্চিত হওয়া যায়নি।
বিশেষ সুত্রে জানা যায়, শনিবার (১৩ জুলাই) দুপুরে বিহার প্রাঙ্গনে তাকে খুঁজতে গিয়ে সেবকেরা তার গলায় রশি দেয়া অবস্থায় বিহারের চালের সাথে ঝুলানো অবস্থায় খুঁজে পায়, পরে বিহারের সেবকরা পুলিশকে খবর দিলে রোয়াংছড়ি থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ড. এফ দীপংকর মহাথের এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
এই ঘটনার জানাজানি হলে তার শতশত অনুসারী বিহার প্রাঙ্গনে উপস্থিত হয়, এসময় শোকের ছায়া নেমে আসে।
প্রধান কার্যালয়, মিরপুর-১৩,ঢাকা
Copyright © 2024 দৈনিক অপরাধ তল্লাশি. All rights reserved.