কবিতাঃ
,,,,,,,,,,,,,,এলো মোহাররাম,,,,,,,, ,,,
,, ,, ,,,,,,, ,,, কবি মোঃ আবুল কালাম আজাদ ,,,,,,,
এসো হে পবিত্র মোহাররাম,
তোমাকে অনেক অনেক স্বাগতম ।
তুমি আসলে আবারো বছর ঘুরে ,
তুমি এলেই মনে হয় কি ঘটেছিল ফুরাতের তীরে।
সেখানে হয়েছিল হোসাইনের অন্তিম সয্যা,
টাকার লোভে সীমার কি করিলো ফেটে যায় আত্বা।
হায় হোছাইন হায় হোছাইন করুন রবে কাঁপিতে কারবালা,
পাষান্ড সীমার কেটেছিল হোসাইনের পবিত্র গলা।
প্রিয় নবীজীর দৌহিত্র আলী ফাতিমার জান,
কি করে সইগো ব্যথা জীবন দিয়েছেন কোরবান।।
Leave a Reply