সংবাদদাতা, কাপাসিয়া,গাজীপুরঃ
কাপাসিয়ায় উপজেলা কৃষি অধিদপ্তর কর্তৃক ২৩-২৪ অর্থবছরের খরিপ -২ ২৪-২৫ মৌসুমের রোপা আমন ধানের ফলন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রনোদনার আওতায় ক্ষুদ্র প্রান্তিক (১০০০ জন) কৃষক কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৮ জুন) সকালে উপজলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম লুৎফর রহমান এর সভাপতিত্বে ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা সৈয়দ শাকিল আহমেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য,মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বঙ্গতাজ কন্যা সেমিন হোসেন রিমি এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আমানত হোসেন খাঁন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাজহারুল ইসলাম সেলিম, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার বসাক প্রমুখ।
এ-সময় প্রধান অতিথি সিমিন হোসেন রিমি এমপি কৃষকদের উদ্দেশ্যে বলেন, বাড়ির আঙ্গিনায় কোন জায়গা খালি না রেখে ধান, সবজির চাষ করে কৃষি স্বনির্ভর করতে দেশকে এগিয়ে নিয়ে যাবেন এবং নিজের প্রয়োজনে কাজে লাগাবেন । সরকারের দেয়া সহায়তায় বিনামূল্যে সার ও বীজ কাজে লাগাবেন কেহ বাজারে বিক্রি করবেন না যা আইনগত দন্ডনীয়।
পরে উপজেলার (১০০০ জন) কৃষক কৃষাণীদের মাঝে ১০ কেজি ডি,এফপি,১০কেজি এমওপি ও ৫ কেজী করে ধান বীজ বিনামূল্যে বিতরণ করা হয় ।
Leave a Reply