সংবাদদাতা, কাপাসিয়া, গাজীপুরঃ
খ্রিষ্টিয়ান সার্ভিস সোসাইটি সিএসএস ও এমএফপির আয়োজনে সিএসএস মাইক্রোফাইন্যান্স পরিচালিত উপকারভোগী সদস্যের সন্তানদের জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অংশ হিসেবে গাজীপুর জেলার এসএসসিতে জিপিএ ৫ এর ২ জনকে সংবর্ধনা ও বৃত্তি দেওয়া হয়েছে।
বুধবার (২৬ জুন) বুধবার বিকেলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে এ অনুষ্ঠান হয়। ঢাকা উত্তর জোনের, জোনাল ম্যানেজার মো.তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো আবদুস সালাম।
সহকারী শিক্ষাঅফিসার মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, রিজিওনাল ম্যানেজার মো.জাহিদুল ইসলাম, কাপাসিয়া শাখা ম্যানেজার আবদুল্লাহ আল কবির, বোর্ড বাজার শাখা ম্যানেজার রিপন মন্ডল, কৃতি শিক্ষার্থী আতিয়া সুলতানা তমা ও তানজিম আহমদ বক্তব্য রাখেন।
উল্লেখ, ১৯৭২ সাল থেকে ভাগ্যহত মানুষের পাশে মৌলিক মানবিক পূরণের প্রয়াসে কাজ সিএসএস। ৮ জন মেধাবী শিক্ষার্থীকে বঙ্গবন্ধু উচ্চ শিক্ষাবৃত্তি প্রদান কার্যক্রম নিয়মিত ভাবে চলমান রয়েছে। এ বছর ১২৬ জন কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও আর্থিক সুবিধা প্রদান করা হবে।
প্রধান কার্যালয়, মিরপুর-১৩,ঢাকা
Copyright © 2024 দৈনিক অপরাধ তল্লাশি. All rights reserved.