এসএম মাসুদ,কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কাপাসিয়ায় অনাবাদি জমিতে আবাদ বাড়াতে কৃষি উপকরণ বিতরণ করেছে কৃষি অধিদপ্তর কাপাসিয়া । মঙ্গলবার (২৫ জুন) উপজেলা পরিষদ চত্বরে কৃষকের মাঝে প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন কৃষি অধিদপ্তর গাজীপুর জেলার উপ-পরিচালক রফিকুল ইসলাম খাঁন।
উপজেলা কৃষি অফিসার সুমন কুমার বসাক এর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন- জেলা কৃষি অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক সঞ্জয় কুমার পাল, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সৈয়দ শাকিল আহমেদসহ ১১ ইউনিয়নের উপ-সহকারী কর্মকর্তা বৃন্দ ও বিভিন্ন ইউনিয়নের কৃষক কৃষাণী প্রমুখ।
‘এক ইঞ্চি জমি অনাবাদি পতিত থাকবে না’ প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে বাড়ির আঙিনায় ও অনাবাদি পতিত জমিতে পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের মাধ্যমে ১৭৯ জন কৃষককে ১.৫ শতক প্রদর্শনীর জন্য ২১ ধরনের সবজি ও ফলের বীজ, চারা, জৈব ও রাসায়নিক সার, বীজ সংরক্ষণের পাত্র, নেট ও ঝাঁজরি প্রদান করা হয়।
প্রধান কার্যালয়, মিরপুর-১৩,ঢাকা
Copyright © 2025 দৈনিক অপরাধ তল্লাশি. All rights reserved.