1. admin@aparadhatallasi.com : admin :
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কাপাসিয়াতে পরিবেশ দূষন রোধে ডাস্টবিন বসাচ্ছেন শিক্ষার্থীরা স্ত্রীকে ফিরে পেতে স্বামীর আকুতি সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা মধ্যে রাতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় তল্লাশি  ভুমি অফিসের পিয়ন থেকে কয়েক কোটি টাকার মালিক ফুলবাড়ীতে ভোক্তা অধিকার আইনে তিন ব্যবসয়ীকে জরিমানা বান্দরবানের “লামায় মহান ১২ ই রবিউল আউয়াল যশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী পালিত রংপুরে দাফনের ৫৮ দিন পর লাশ উত্তোলন ফুলবাড়ীতে বালু ভর্তি ট্রাক্টর থেকে ৩০০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবাররি আটক লোহাগাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম ১ম বর্ষের ছাত্রদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠানের অনুষ্ঠিত হয়

গাজীপুরে পূর্ব শত্রুতার জেরে সাংবাদিকের গাছপালা কেটে ক্ষতিসাধন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ৪৮ বার পঠিত

গাজীপুর জেলা প্রতিনিধিঃ

গাজীপুর মহানগরীর সালনায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষ গাছপালা কেটে ও সবজি ক্ষেতের মাচা ভেঙ্গে ক্ষতিসাধন করে বলে জানান ভুক্তভোগী (সাংবাদিক) সাইফুল ইসলাম মানিক । বৃহস্পতিবার ২০ জুন ২০২৪ খ্রীস্টাব্দ দিবাগত রাতে ১৯ নং ওয়ার্ড সালনায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মানিক জানান, ১৮/০৬/২০২৪ তারিখ দুপুর আনুমানিক ০১:০০ টার সময় সদর থানাধীন দক্ষিণ সালনা মধ্যপাড়া সাকিনস্থ আমার বসত বাড়ীর সামনে রাস্তার পাশের থাকা অতিরিক্ত জমিতে আমার সৃজিত ধুন্দল এবং মিষ্টি কুমড়া কাছের টালের/মাচার রশি কেটে ভেঙ্গে ক্ষতিসাধন করে। ঘটনা দেখে আমি এগিয়ে এসে প্রতিবাদ করলে উল্লেখিত সকল বিবাদীগণ ক্ষীপ্ত হয়ে দা এবং লাঠি, সোটা নিয়ে আমাকে মারপিট করার জন্য উদ্যত হয়। প্রাণভয়ে আমি বিবাদীদের নিকট দ্রুত আমার বাড়ীতে চলে যাই। বিবাদীরা আমাকেসহ আমার পরিবারের লোকজনদেরকে সময় সুযোগমতো খুন করে লাশ গুম করে ফেলবে এবং মিথ্যা মামায় জড়িয়ে হয়রানী করবে বলে হুমকি দিয়ে চলে যায়।
এবিষয়ে গাজীপুর সদর থানায় ৪ জনকে মনির চৌধুরী (৩০), পিতা- শাহজাহান চৌধুরী, ২। শাহজাহান চৌধুরী (৫৫), পিতা- মৃত মমির উদ্দিন চৌধুরী, ৩। আব্দুল হক চৌধুরী (৫০), পিতা- মৃত জমির উদ্দিন চৌধুরী, ৪। মেহেদী (২৯), পিতা- আঃ হক চৌধুরী, সর্ব সাং-দক্ষিণ সালনা, মধ্যপাড়া, ওয়ার্ড নং- ১৯, থানা- সদর, গাজীপুর কে বিবাদি করে ১৯০৫-১৮/০৬/২০২৪
গাজীপুর সদর থানায় সাধারণ ডাইরি করে। এরই ধারাবাহিকতায় বিবাদী গণ ২০ জুন ২০২৪ খ্রীস্টাব্দ দিবাগত রাতে তারা আমার রোপন করা গাছপালা কেটে ফেলে।

 

তিনি আরো বলেন এ-র আগেও ১৫ জুন ২০২৩ খ্রীস্টাব্দে আব্দুল হক চৌধুরী (৪৫), পিতা- মৃত জমির উদ্দিন চৌধুরী, ২। মেহেদী চৌধুরী (২২) পিতা- আব্দুল হক চৌধুরী, ৩। মনোয়ারা বেগম (৩৯), স্বামী, আব্দুল হক চৌধুরী, সর্ব স্থায়ী ঠিকানা: গ্রাম- দক্ষিণ সালনা, ওয়ার্ড নং- ১৯, থানা- সদর, গাজীপুর মহানগর, গাজীপুর গং
কতিপয় লোকজনের সহায়তায় আমার বাড়ীর সামনে উক্ত রাস্তার পাশে আমার ভোগ দখলে থাকা অতিরিক্ত জমি জোর পূর্বক দখলের পায়তারা করে আসছে। এমতাবস্থায় গত ১৫/০৬/২০২৩ ইং তারিখ দুপুর আনুমানিক ১২:৩০ ঘটিকার সময় বিবাদী আব্দুল হক চৌধুরী, মেহেদী চৌধুরী এবং মনোয়ারা বেগম গং অত্র সদর যানাধীন দক্ষিণ সালনা সাকিনস্থ আমার বসত বাড়ীর সামনে রাস্তায় এসে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজে সহ খোঁজাখুঁজি করে। বিবাদীরা আমাকে বাড়ীতে উপস্থিত না পেয়ে আমার পরিবারের লোকজনদের কাছে আমাকে উদ্দেশ্য করে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে। বিবাদীরা আরও জানায় আমাকে রাস্তার পাশের জমি থেকে আমার রোপিত গাছ-পালা কেটে নিয়ে জমি খালি করে দিতে হবে। আমি নিজে আমার গাছপালা কেটে সরিয়ে না নিলে বিবাদীরা আমার রোপিত গাছপানা কেটে ফেলে দিয়ে তারা নিজেরা গাছপালা রোপন করবে এবং এতে আমরা কেহ বাধা দিলে আমাদেরকে খুন করে ফেলবে এবং আমাকেসহ আমার পরিবারের লোকজনদেরকে মিথ্যা মামলায় জড়িয়ে জেল খাটাবে বলে হুমকি দিয়ে চলে যায়।

 

পরে স্থানীয় ব্যাক্তিবর্গদের বিষয়টি জানিয়ে
১৬ জুন ২০২৩ খ্রীস্টাব্দে গাজীপুর সদর থানায় একটি সাধারণ ডাইরি নং ১৯৬৭ করি। এবিষয়ে( সাংবাদিক) সাইফুল ইসলাম মানিক গণমাধ্যম কর্মী ও স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দৈনিক অপরাধ তল্লাশি

Theme Customized By Shakil IT Park