এস এম মাসুদ, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ
“বঙ্গবন্ধু সোনার দেশ স্মার্ট পাটশিল্পের বাংলাদেশ ” সোনালী আঁশের সোনার দেশ জাতির পিতার বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কাপাসিয়া উপজেলা পাট অধিদপ্তরের আয়োজনে পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ জুন) দিনব্যাপী উপজেলা পরিষদের হল রুমে ৭৫ জন পাট চাষীদের প্রশিক্ষণ দেয়া হয়।
উপজেলা নিবার্হী অফিসার একেএম লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তাসলিমা কানিজ নাহিদা।
প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি অফিসার সুমন কুমার বসাক,পাট উন্নয়ন অফিসার মোঃ আজহারুল ইসলাম, উপ-সহকারী পাট উন্নয়ন অফিসার মোছাঃ আরফিনা ইয়াসমিন অফিস সহকারী শফিকুল ইসলাম সহ উপজেলা ১১ ইউনিয়নের ৭৫ জন পাট চাষী এই প্রশিক্ষণ অংশগ্রহণ করেন।
Leave a Reply