মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
যশোরের অভয়নগরে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্বাভাবিক প্রসবসেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২০২৩ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত এ উপজেলায় ৬শ ৮৭টি স্বাভাবিক প্রসব এবং সিজারের মাধ্যমে প্রসব হয়েছে ৭১টি।
উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ-সার্ভিসেস ইউনিটের ব্যবস্থাপনায় গতকাল মঙ্গলবার (১১ জুন) সকালে উপজেলা পরিষদের মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর জেলা পরিবার পরিকল্পনা দপ্তরের উপ-পরিচালক কাজী ফারুক আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওয়াহিদুজ্জামান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাহসীন রেজা, সিংগাড়ী মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ডা. সুদীপ্ত সেন। এসময় আরো বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান বিকাশ রায় কপিল, সানা আব্দুল মান্নান, শেখ তৈয়েবুর রহমান, নওয়াপাড়া প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক আশরাফ প্রিন্স, ইউপি মেম্বার হালিমা পারভীন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, ডা. তোফাজ্জেল হোসেন। এছাড়া বিষয়বস্তু উপস্থাপন করেন, ডা. চন্দ্র শেখর কুন্ডু। অনুষ্ঠান সঞ্চালনা করেন, মাঠ কর্মকর্তা মিলটন কবিরাজ।
বক্তারা বলেন, মা ও শিশুমৃত্যু হার কমানো এবং নিরাপদ ও স্বাভাবিক প্রসবসেবাকে উৎসাহিত করার লক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়েছে। গত এক বছরে (২০২৩) অভয়নগর উপজেলায় প্রসব হয়েছে মোট ৭শ ৫৮টি। এর মধ্যে স্বাভাবিক প্রসব ৬শ ৮৭ ও সিজারের মাধ্যমে প্রসব হয়েছে ৭১টি।
প্রধান কার্যালয়, মিরপুর-১৩,ঢাকা
Copyright © 2024 দৈনিক অপরাধ তল্লাশি. All rights reserved.