1. admin@aparadhatallasi.com : admin :
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে তাহির হত্যা মামলায় সাত দিনের রিমান্ডে তুষার কান্তি মন্ডল শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধ, দুই নারীসহ আহত ৪, ককটেল বিস্ফোরণে আতঙ্ক সৃষ্টির অভিযোগ শ্রীপুরে, ঈদে মিলাদুন্নবী (সাঃ) আলাইহি ওয়াসাল্লাম উৎযাপন আল্লাহ সীমালঙ্ঘনকারীকে ক্ষমা করেননা—হরিপুরে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাপাসিয়াতে পরিবেশ দূষন রোধে ডাস্টবিন বসাচ্ছেন শিক্ষার্থীরা স্ত্রীকে ফিরে পেতে স্বামীর আকুতি সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা মধ্যে রাতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় তল্লাশি  ভুমি অফিসের পিয়ন থেকে কয়েক কোটি টাকার মালিক ফুলবাড়ীতে ভোক্তা অধিকার আইনে তিন ব্যবসয়ীকে জরিমানা

ঈদে যানজট নিরসনে ও অতিরিক্ত পরিবহন ভাড়া আদায়ে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত

  • আপডেট সময় : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ৩৮ বার পঠিত

মোঃ আশরাফুল আলম ,ফুলবাড়ী, দিনাজপুরঃ

দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ বলেন, একমাত্র জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে অস্থায়ী কুরবানীর হাট লাগাতে পারবে। চেয়ারম্যান বা মেয়রের অনুমতি নিলে হবে না। হাইওয়ে রাস্তার পাশে কোন প্রাণীর হাট বসানো যাবে না। কুরবানীর প্রাণীর হাটগুলোতে অবশ্যই জাল টাকা সনাক্তের জন্য স্থানীয় ব্যাংকের বুথ থাকতে হবে এবং কুরবানীর উপযোগিতা ও প্রাণীর স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রাণীসম্পদ বিভাগের বুথ থাকতে হবে।

অন্যথায় সে হাট বন্ধ করে দেয়া হবে। হাটে কাঁচা লবণ বিক্রয়ের বিষয়টিও নিশ্চিত করতে হবে। যে সকল মাদ্রাসা চামড়া সংগ্রহ করে বিসিক তাদের বিনামূল্যে লবণ সরবরাহ করবে। কুরবানীর প্রাণী নির্দিষ্ট স্থানে জবাই করতে হবে। এজন্য পৌরসভা এলাকায় পৌর কতৃর্পক্ষ স্থান নির্ধারণ করে দিবে। বর্জ্য অপসরণের বিষয়টি গুরুত্ব দিতে হবে। সীমান্তবতীর্ এলাকায় চামড়া পাচার রোধে ব্যবস্থা নিতে হবে। এ ব্যাপারে বিজিবি’র দৃষ্টি আকর্ষণ করেন তিনি। এছাড়াও মাদক ও ঈদে ট্রেনের টিকেট কালোবাজারি রোধে এবং পরিবহণ ভাড়া সহনীয় পর্যায়ে রাখার ব্যবস্থা গ্রহণের কথা বলেন। তিনি দিনাজপুরে শহিদ গোর—এ ময়দান বড়মাঠে অনুষ্ঠেয় এশিয়ার বৃহৎ ঈদের জামায়াতের সর্বস্তরের নিবিড় নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা বিভাগসহ সবার দৃষ্টি আকর্ষণ করেন।

গতকাল সকাল ১০ টায় জেলা প্রশাসকের সভাকক্ষ কাঞ্চনে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ নূর এ আলমের সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন ২৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক এবিএম জাহিদুল করিম, সিভিল সার্জন এএইচএম বোরহান উল ইসলাম সিদ্দিকী, বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশসুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) সিফাত এ রাব্বান, চেম্বার অব কমার্সের সভাপতি রেজা হুমায়ুন ফারুক শামীম চৌধুরি দিনাজপুর পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) আবু তৈয়ব আলী দুলাল, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল হুদা দুলাল, জেলা ক্যাবের নির্বাহী সদস্য মাসউদ রানা প্রমূখ।
এ সময় বিভিন্ন উপজেলার চেয়ারম্যান, পৌরসভার মেয়র, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সকল উপজেলার নির্বাহী অফিসারগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দৈনিক অপরাধ তল্লাশি

Theme Customized By Shakil IT Park