এসএম মাসুদ,কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক এ প্রতিপাদ্য নিয়ে স্মার্ট ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। উপজেলা ভূমি অফিসের আয়োজনে শনিবার (৮ জুন) সকাল সাড়ে ১০ টায় উপজেলা চত্বরে অনুষ্ঠিত ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার একেএম লুৎফর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত নূর মৌসুমী, উপজেলা প্রকৌশলী মাইনুদ্দিন, সদর বাজার বনিক সমিতির সহ-সভাপতি আলাউদ্দীন শেখ,সাংবাদিক ইউনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল আমীন সিকদার
প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার একেএম লুৎফর রহমান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন অনুসরণ করে। বর্তমান সরকারের প্রধান মন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা স্মার্ট ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলেছে।
এ ব্যবস্থাপনায় নাগরিক সেবা প্রাপ্তি সহজ ও সুন্দর হয়েছে। নাগরিক সেবা প্রাপ্তির সুবিধা গ্রহণ করতে নাগরিকদের স্মার্ট হতে হবে। ভূমি সেবা সপ্তাহ ভূমি ব্যবস্থাপনায় নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধিতে সচেতনতা সৃষ্টি করবে।
উপজেলা ভূমি অফিস চত্ত্বরে দুটি স্টলের মাধ্যমে সপ্তাহ ব্যাপী ভূমি সেবা প্রদান করা হচ্ছে। সহকারী কমিশনার ভূমি রিফাত নূর মৌসুমী জানান, এই কর্মসূচির আওতায় জনসচেতনতা বৃদ্ধিতে ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোতেও নাগরিক সেবা প্রদান করা হচ্ছে।
প্রধান কার্যালয়, মিরপুর-১৩,ঢাকা
Copyright © 2025 দৈনিক অপরাধ তল্লাশি. All rights reserved.