1. admin@aparadhatallasi.com : admin :
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কাপাসিয়াতে পরিবেশ দূষন রোধে ডাস্টবিন বসাচ্ছেন শিক্ষার্থীরা স্ত্রীকে ফিরে পেতে স্বামীর আকুতি সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা মধ্যে রাতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় তল্লাশি  ভুমি অফিসের পিয়ন থেকে কয়েক কোটি টাকার মালিক ফুলবাড়ীতে ভোক্তা অধিকার আইনে তিন ব্যবসয়ীকে জরিমানা বান্দরবানের “লামায় মহান ১২ ই রবিউল আউয়াল যশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী পালিত রংপুরে দাফনের ৫৮ দিন পর লাশ উত্তোলন ফুলবাড়ীতে বালু ভর্তি ট্রাক্টর থেকে ৩০০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবাররি আটক লোহাগাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম ১ম বর্ষের ছাত্রদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠানের অনুষ্ঠিত হয়

ফুলবাড়ীতে শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে

  • আপডেট সময় : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ৩২ বার পঠিত

মোকাররম হোসেন, ফুলবাড়ী প্রতিনিধিঃ

চতুর্থ ও শেষ ধাপে দিনাজপুরের ফুলবাড়ীতে বুধবার সাকাল থেকে শান্তিপূর্ণভাবে সুষ্ঠ পরিবেশে ভোট গ্রহণ চলছে।

কেন্দ্র গুলোতে সকাল থেকেই ভোটার উপস্থিতি ছিল কম। বেলা বাড়ার সাথে সাথে কিছুটা বৃদ্ধি পেলেও

নারী ভোটারের উপস্থিতি থাকলেও সেই তুলনায় পুরুষ ভোটারের উপস্থিতি ছিল খুবই কম ।

দুপুর ১২টা পর্যন্ত উপজেলায় গড় ভোটারের উপস্থিতি ছিল শতকরা ২৪পশতাংশ।

স্থানীয়রা বলছেন, পুরুষরা কাজে আছে তাই আসতে দেরি হচ্ছে।

এ উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন ৩ জন ।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে মোট ৬৩টি কেন্দ্রে ৪৩৫ টি বুথে ১ লাখ ৫২ হাজার ৪শত ৭৮জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ৭৬ হাজার ২৭৩ জন ,নারী ৭৬ হাজার ২০৪ জন এবং ৩য় লিঙ্গের ১ জন ভোটার রয়েছেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী  জানান, এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শান্তিপুর্ণভাবে সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ চলছে। সকাল ৮ টা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকেল ৪ টা পর্যন্ত। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে উপজেলার ১টি পৌরসভা ও ৭টি ইউনিয়নের ৬৩টি কেন্দ্রের ৪৩৫ বুথের জন্য ৭০ জন প্রিজাইডিং অফিসার, ৪৩৫ জন সহকারী প্রিজাইডিং অফিসার, ৮৭০ জন পুলিং অফিসার ভোট গ্রহনের দায়িত্ব পালন করছেন।

তিনি আরও বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ৮ জন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট,১ জন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট,১১৭ জন পুলিশ, ৯২০ জন আনছার, ৩ প্লাটুন বিজিবি সদস্য ও এস্ট্রাইকিং ফোর্স টহলে রয়েছেন।

নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান  ও উপজেলা আওয়ামী যুগ্ন সাধারণ সম্পাদক  মো. আতাউর রহমান মিল্টন (মোটর সাইকেল) , উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সাংসদের ছোটো ভাই মো. মুশফিকুর রহমান (ঘোড়া)ও মো. রফিকুল ইসলাম (আনারস) প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভাইস চেয়ারম্যান পদে মঞ্জু রায় চৌধুরী (চশমা), মো. মকলেছার রহমান (উড়োজাহাজ), মো. মামুনুর রশীদ (তালা)ও মো. সোলায়মান সরকার ( টিউবওয়েল) প্রতীক ।

এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. নীরু সামছুন্নাহার (কলস), মোছা. হাজরা বিবি (হাঁস)ও শিউলী রানী রায় (ফুটবল) প্রতীকে নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ফুলবাড়ী থানার ওসি (ভারপ্রাপ্ত ) পুলিশ পরিদর্শক মো. শফিকুল ইসলাম  বলেন, শান্তিপু্র্ণ পরিবেশে ভোট গ্রহন চলছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত স্বস্ব বাহিনী দায়িত্ব পালনে তৎপর রয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দৈনিক অপরাধ তল্লাশি

Theme Customized By Shakil IT Park