1. admin@aparadhatallasi.com : admin :
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাপাসিয়াতে পরিবেশ দূষন রোধে ডাস্টবিন বসাচ্ছেন শিক্ষার্থীরা স্ত্রীকে ফিরে পেতে স্বামীর আকুতি সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা মধ্যে রাতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় তল্লাশি  ভুমি অফিসের পিয়ন থেকে কয়েক কোটি টাকার মালিক ফুলবাড়ীতে ভোক্তা অধিকার আইনে তিন ব্যবসয়ীকে জরিমানা বান্দরবানের “লামায় মহান ১২ ই রবিউল আউয়াল যশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী পালিত রংপুরে দাফনের ৫৮ দিন পর লাশ উত্তোলন ফুলবাড়ীতে বালু ভর্তি ট্রাক্টর থেকে ৩০০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবাররি আটক লোহাগাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম ১ম বর্ষের ছাত্রদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠানের অনুষ্ঠিত হয়

সর্ব উত্তরের জেলা পঞ্চগড় দেবীগঞ্জে উপজেলা চেয়ারম্যান হলেন মদন মোহন রায়

  • আপডেট সময় : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ২১ বার পঠিত

লালন সরকার,দেবীগঞ্জঃ

পঞ্চগড়ের দেবীগঞ্জে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে সাবেক উপজেলা চেয়ারম্যানকে পিছনে ফেলে চেয়ারম্যান হলেন মদন মোহন রায়। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে মঞ্জুরুল ইসলাম(তালা) এবং মহিলা ভাইস চেয়ারম্যানের পদে রিতু আক্তার (কলস) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২১ মে) রাত সাড়ে দশটায় দেবীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ শরীফুল আলম। বেসরকারিভাবে এই তিনজনকে নির্বাচিত ঘোষণা করেন তিনি।

শালডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মদন মোহন রায় শালডাঙ্গা ইউনিয়নে তিনবার চেয়ারম্যান পদে ভোটে হেরে যান। এবার প্রথমবারের মতো উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণ করে উপজেলাবাসীর ভালোবাসায় হলেন উপজেলা চেয়ারম্যান।

নির্বাচনে ২নং শালডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মদন মোহন রায় হেলিকপ্টার প্রতীক নিয়ে ৩৪ হাজার ৩৭৪ ভোট পেয়ে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসনাৎ জামান চৌধুরী জর্জ আনারস প্রতীক নিয়ে ২৯ হাজার ৭০৩ ভোট পেয়েছেন।মো: মখদুম মাসুম মাশরাফি মোটরসাইকেল প্রতীক নিয়ে ৪ হাজার ৫৩০ ভোট পেয়েছেন। মোঃ মিঠু ঘোড়া প্রতীক নিয়ে ১৫ হাজার ২৬ ভোট পেয়েছেন। মোঃ রহিমুল ইসলাম (বুলবুল) কাপ-পিরিচ প্রতীক নিয়ে ২৪ হাজার ৪৮৩ ভোট পেয়েছেন।

এছাড়া, মঞ্জুরুল ইসলাম মনু তালা প্রতীক নিয়ে ৪৪ হাজার ১০ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দীপঙ্কর রায় টিউবওয়েল প্রতীক নিয়ে ৩৮ হাজার ৫৭৫ ভোট পেয়েছেন। পরিমল দে সরকার টিয়া পাখি প্রতীক নিয়ে ৪ হাজার ৪৫৮ ভোট পেয়েছেন। মোঃ আব্দুর রহিম চশমা প্রতীক নিয়ে ১৩ হাজার ৪৮২ ভোট পেয়েছেন। মো:নজরুল ইসলাম উড়োজাহাজ প্রতীক নিয়ে ৬ হাজার ২৪৬ ভোট পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান রিতু আক্তার কলস প্রতীক নিয়ে ৪২ হাজার ১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোছা: জামিলা খাতুন হাঁস প্রতীক নিয়ে ২৮ হাজার ৮৩১ ভোট পেয়েছেন। মোছা:সেলিনা আক্তার প্রজাপতি প্রতীক নিয়ে ২৫ হাজার ৪২ ভোট পেয়েছেন। লুৎফুন নাহার ফুটবল প্রতীক নিয়ে ১০ হাজার ৫৩৩ ভোট পেয়েছেন।

নির্বাচনে বিজয়ী হওয়া প্রার্থীদের ফুলের মালা দিয়ে হাসিমুখে বরণ করে নেন সাধারণ জনগণরা।

উল্লেখ্য, দেবীগঞ্জ উপজেলায় মোট ভোটার সংখ্যা এক লাখ ৯৮ হাজার ৯৮৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার এক লাখ ৪৫৫ জন, নারী ভোটার ৯৮ হাজার ৫৩১ জন এবং তৃতীয় লিঙ্গের (হিজরা) ভোটার ২ জন। ভোট কাস্টিং ৫৫.৪৫ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দৈনিক অপরাধ তল্লাশি

Theme Customized By Shakil IT Park