শিরোনাম: নিশি
কলমে: মুহাম্মদ রায়হান
আজ চাঁদের জ্যোৎস্না পেয়েছে,
আমার পেয়েছে খুশি।
আকাশের দুঃখ লুটেছে ,
কালের যতই বেড়েছে নিশি।
মেঘের তৃষ্ণা পেয়েছে,
আমার নুয়েছে দৃষ্টি।
সাগরের উত্তাপ বেড়েছে,
তাই ভুবন পেয়েছে বৃষ্টি।
দরিয়ার জলরাশি মিলে পাহাড় হয়েছে,
নাম দিয়েছে তার ঢেউ।
পাহাড়ের গায়ে কত ঢেউ খেলেছে,
তারে সাগর নামে ডাকেনিতো কেউ।।
Leave a Reply