এসএম মাসুদ,কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ
পেশাগত দক্ষতা ও শ্রেষ্ঠত্ব অর্জনের স্বীকৃতি হিসাবে জেলার শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর মনোনীত হলো গাজীপুরের কাপাসিয়া থানার চৌকস পুলিশ কর্মকর্তা এসআই নাজনীন আক্তার। এপ্রিল /২৪ খ্রিঃ মাসের সামগ্রিক পারফর্মেন্সের ভিত্তিতে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ও শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টরদের সম্মাননা প্রদান করে পুলিশ সুপার কাজী শফিকুল ইসলাম বিপিএম (বার)
সোমবার (৬ মে) পুলিশ সুপার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এপ্রিল /২৪ খ্রিঃ মাসের সামগ্রিক পারফর্মেন্সের ভিত্তিতে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ও শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টরদের সম্মাননা প্রদান করে পুলিশ সুপার কাজী শফিকুল ইসলাম বিপিএম (বার)।
সভায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট তামিল,মাদক উদ্ধার, আসামি গ্রেফতারসহ বিভিন্ন ক্ষেত্রে আবদানের জন্য এ পুরস্কার দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, সকল থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন থানার এসআইরা।
সাব ইন্সপেক্টর নাজনীন আক্তার এর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশ পুলিশের সাথে যুক্ত হয়ে নিজের পেশাকে শ্রেষ্ঠ মনে করেন। তিনি আরো বলেন, মূলত পুলিশের চাকুরী কোনো পেশা নয় বরং আমাদের উপরে অর্পিত দেশকে অপরাধ চক্র থেকে রক্ষার মহান দায়িত্ব।এদিকে এসআই নাজনীন আক্তার (নিঃ) শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর মনোনীত হওয়ায় কাপাসিয়া থানায় বইছে আনন্দ উচ্ছ্বাস।
প্রধান কার্যালয়, মিরপুর-১৩,ঢাকা
Copyright © 2024 দৈনিক অপরাধ তল্লাশি. All rights reserved.