এস এম আকাশ, চট্টগ্রাম বিভাগীয় ব্যুরোঃ
বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলায় কাল বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেছেন, জেলা প্রশাসক শাহ মোঃ মোজাহিদ।
আজ ০৩-মে ২০২৪ ইং তারিখ শুক্রবার বিকেলে লামা পৌরসভার ৮নং ওয়ার্ড লাইনঝিরি নামোক এলাকায় ১০ পরিবারকে ত্রাণ সহায়তা দিলেন জেলা প্রশাসক শাহ মোঃ মোজাহিদ।
এসময় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ,ও চাউল বিতরণ হয়। আরো জানা যায়। ০২ মে ২০২৪ ইং তারিখে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ক্ষতিগ্রস্ত সাড়ে তিনশত পরিবারকে জরুরী ত্রান সহায়তা প্রদান করেন, লামা পৌর মেযর জনাব জহিরুল ইসলাম।
এর মধ্যে তাৎক্ষণিক একশত পরিবারকে নগদ ২০০০ টাকা করে,ও আড়াই শ্ পরিবারকে ১০ কেজি করে চাউল দেয়া হয়। অন্যদিকে ঝড়ে ক্ষতিগ্রস্ত রুপসিপাড়া ইউনিয়ন’সহ বিভিন্ন জায়গায় নগদ অর্থ, চাউল, ও, টিন বিতরণ করেন লামা, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী।
এসময় আরো উপস্থিত ছিলেন, বান্দরবা পার্বত্য জেলার পুলিশ সুপার সৈকত শাহীন, লামা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী, লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন, লামা পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ ইউছুপ আলী’সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
Leave a Reply