আহসান হাবীব,স্টাফ রিপোর্টারঃ
নোয়াখালী সুবর্ণচর উপজেলার ৫নং চরজুবিলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ খসরু’র নামে মিথ্যা অভিযোগে মামলা, সোস্যাল মিডিয়ায় গুজব ছড়ানো, সংবাদ সম্মেলন ও মানববন্ধন এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তিনি।
বৃহস্পতিবার (২ মে) সকাল ১০ টায় তার নিজস্ব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন চেয়ারম্যান সাইফুল্লাহ খসরু।
সংবাদ সম্মেলনে সাইফুল্লাহ খসরু বলেন, আমার বিরুদ্ধে একটি কুচক্রী মহল স্যোসাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে গুজব ও মিথ্যা প্রভাকান্ড চালাচ্ছে, আমি নাকি উজ্জ্বল চন্দ্র শীল নামের এক ব্যাক্তিকে পিটিয়েছি, এ ঘটনা মিথ্যা, বানোয়াট,উদ্দেশ্যপ্রনোদিত। আপনারা জানেন, সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনে আমি আনারস প্রতিকের প্রার্থী আতাহার ইশরাক সাবাব চৌধুরী’র পক্ষে কাজ করছি, গত ৩০ এপ্রিল (মঙ্গলবার) আমাদের প্রার্থী গণসংযোগ শেষে হারিছ চৌধুরী বাজার জিরো পয়েন্টে নির্বাচনী অফিসে প্রবেশকালে উজ্জ্বল চন্দ্র শীল সেখানে ঘুরাঘুরি করতেছে, আমি দুর থেকে তাকে এখান থেকে চলে যেতে বলি, ঔই সময় তার গায়ে পাঞ্জাবি ছিলো, পরবর্তীতে ফেইসবুকে দেখি আমি নাকি পিটিয়ে তার গেঞ্জি ছিঁড়ে ফেলছি, যাহা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, উদ্দশ্যপ্রনোদিত, একটি কুচক্রী মহল নির্বানচনকে প্রভাবিত করতে উজ্জ্বল চন্দ্র শীলের পক্ষে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে, আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, অভিযোগকৃত ঘটনার সুষ্ঠু বিচারবিভাগীয় তদন্ত দাবী করছি।
Leave a Reply