এসএম মাসুদ,সংবাদদাতা, কাপাসিয়া (গাজীপুর)
কৃষির সমৃদ্ধিতে ইউসিবি এগ্রো সি এস আর প্রকল্পের ২০২৩-২৪ ভরসার নতুন জানালা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (পিএলসি) আয়োজনে কৃষি উদ্যোক্তা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ মে) দিনব্যাপী বরুন উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে জেলার কাপাসিয়া, কালীগঞ্জ, শ্রীপুর , কালিয়াকৈর, গাজীপুর সদর উপজেলার ১৮৪ জন প্রাণিসম্পদ , মৎস্য ও কৃষি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেয়া হয় ।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি এমপি ।
বিশেষ অতিথি ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবুল আলম ফেরদৌস, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এটিএম তাহমিদুজ্জামান, বিটিভি কৃষি তথ্য বিশ্লেষক মাটি ও মানুষ উপস্থাপক রেজাউল করিম সিদ্দিক ।প্রশিক্ষণ শেষে ১৮৪ জন উদ্যোক্তাদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
এ-সময় ইউসিবি ব্যাংকের কাপাসিয়া শাখার ম্যানেজার মোঃ নাজমুল ইসলাম, ম্যানেজার ইফতেখার করিম, মুহাম্মদ মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড, মোঃ মাজহারুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, উপজেলা প্রাণিসম্পদ অফিসার কৃষিবিদ দেওয়ান কামরুজ্জামান জামি উপস্থিত ছিলেন।
প্রধান কার্যালয়, মিরপুর-১৩,ঢাকা
Copyright © 2025 দৈনিক অপরাধ তল্লাশি. All rights reserved.