1. admin@aparadhatallasi.com : admin :
  2. dailyaparadhatallase2022@gmail.com : aparadha tallase : aparadha tallase
মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনে তফসিল ঘোষণার আগে যারা নিবন্ধিত থাকবে, তাদের নিয়ে নির্বাচন হবে: রংপুরে ইসি রাষ্ট্র মেরামতে ৩১ দফা বাস্তবায়ন করতে হবে শামা ওবায়েদ লামা-চকরিয়া সড়কে দস্যুতা মামলার ৬ আসামী গ্রেফতার মোটরসাইকেল ও মোবাইল জব্দ অভয়নগরে নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৯ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান পাঁচ বছরে শত কোটি টাকার সম্পদের মালিক,  কুষ্টিয়ার সাবেক এমপি ও তার স্ত্রীর বিরুদ্ধে করা দুদকের মামলাঃ স্বামী-স্ত্রী পলাতক আবারো আলোচনা সভায় বসছেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন বিয়ের ৩ দিনপর স্বামী কারাগারে, ফিরে এলেন ১৬ বছর পর লামায় বন্য হাতির আক্রমণে শ্রমিকের মৃত্যু ফুলবাড়ীতে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে শীতবন্ত্র বিতরন যশোর বেনাপোল চোরাচালান বিরোধী বিশেষ টাস্কফোর্স বেনাপোল বাজার থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রিপিস জব্দ করেছে বিজিবি

র‌্যাব-৭,এর অভিযানে “SWAG 47” কিশোর গ্যাংএর প্রধান সহ ০৬ জন গ্রেফতার

  • আপডেট সময় : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ৪২ বার পঠিত

এস এম আকাশ, চট্টগ্রাম বিভাগীয় ব্যুরোঃ

ডাকাতির প্রস্তুতিকালে “SWAG 47” নামক কিশোর গ্যাং গ্রুপের প্রধানসহ ০৬ জন সক্রিয় সদস্যকে দেশীয় ধারালো অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় দুষ্কৃতিকারী ফেনী জেলার ফেনী মডেল থানাধীন মধ্যম রামপুর এলাকার পাকা রাস্তার উপর অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল গত ২৫ এপ্রিল ২০২৪ইং তারিখ রাত আনুমানিক ১৯৪৫ ঘটিকায় বর্ণিত স্থানে উপস্থিত হওয়া মাত্রই ৭/৮ জন ব্যক্তি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র‌্যাব সদস্যরা আসামি

১। মোঃ মাহি (২২), পিতা-মাইনুদ্দিন মানিক, সাং-বাদাদিয়া, থানা-সোনাগাজী, জেলা-ফেনী, ২। মোঃ মানিক (১৮), পিতা-মোঃ রফিকুল ইসলাম, সাং-জরম নদী, থানা-সুন্দরগঞ্জ, জেলা-গাইবান্ধা, ৩। মোঃ বাবু (১৯), পিতা- মৃত আবুল হোসেন, সাং-বারাই গনি,
৪। মোঃ আসিফ (১৮), পিতা-মৃত স্বপন, সাং-মিয়াজী রোড, ৫। মোঃ আরমান (১৯), পিতা-রাজিব, সাং-পাঁচগাছিয়া, এবং ৬। মোঃ সৈকত (১৭), পিতা- মাইনুদ্দিন, সাং-সুন্দরপুর, উভয় থানা-ফেনী সদর ও জেলা-ফেনী’দের আটক করতে সক্ষম হয়।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে
আকটকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশী করে ধৃত ১নং আসামি মোঃ মাহি’র পরিহিত জিন্সের প্যান্টের পকেট হতে ০১টি স্টীলের চাকু ও এবং ধৃত ৩নং আসামি মোঃ বাবু’র পরিহিত জিন্সের প্যান্টের পকেট হতে ০১টি ফোল্ডিং চাকু উদ্ধারসহ আসামিদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ফেনী জেলার বিভিন্ন এলাকার স্থানীয় কথিত “SWAG 47” নামক কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য হয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে আসছিল এবং তারা পরস্পর যোগসাজশে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতি করার প্রস্তুতি গ্রহণ করছিল বলে স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দৈনিক অপরাধ তল্লাশি

Theme Customized By Shakil IT Park