এস এম আকাশ, চট্টগ্রাম বিভাগীয় ব্যুরোঃ
মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে টেকনাফে
২ জন বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ
রবিবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজারের টেকনাফের নাইক্যংদিয়া এলাকায় নাফ নদীতে গুলিবষর্ণের এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি।
মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে টেকনাফে দুই বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ
বঙ্গোপসাগর থেকে মাছ শিকার শেষে ট্রলারে টেকনাফের শাহপরীরদ্বীপ ঘাটে ফেরার পথে মিয়ানমারের জলসীমার একটি নৌযান থেকে ছোঁড়া গুলিতে দুই বাংলাদেশি জেলে আহত হয়েছেন।
রবিবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজারের টেকনাফের নাইক্যংদিয়া এলাকায় নাফ নদীতে গুলিবষর্ণের এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি।
ওসি জানান, এফবি মায়ের দোয়া নামের একটি ফিশিং ট্রলার সাগর থেকে মাছ ধরে কূলে ফিরছিলেন জেলেরা। এসময় মিয়ানমার থেকে ছোঁড়া গুলিতে দুজন আহত হন।
গুলিবিদ্ধ জেলেরা হলেন টেকনাফের শাহপরীর দ্বীপের বাসিন্দা উত্তরপাড়ার মোহাম্মদ ইসমাইল (২০) ও একই দ্বীপের দক্ষিণপাড়ার মোহাম্মদ ফারুক (২৫)।
তাদের দুজনকে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে ফারুকের অবস্থা অবস্থা গুরুতর হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. সুমাইয়া নাসনিন বলেন, “ইসমাইল সামান্য আহত হয়েছে। তাকে টেকনাফেই চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে ফারুকের শরীরে তিনটি গুলি লেগেছে। হাত ও পায়ে লাগা গুলিতে তার অবস্থা গুরুতর; এজন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”
আহত জেলে মোহাম্মদ ইসমাইল জানান, চারদিন আগে এফবি মায়ের দোয়া ট্রলারে ৯ জন মাঝিমাল্লা নিয়ে সাগরে মাছ ধরতে যান তারা। রবিবার ফেরার পথে মিয়ানমার জলসীমায় অবস্থান নেওয়া দেশটির একটি নৌযান থেকে তাদের সংকেত দেওয়া হয়; ওই নৌযানের দিকে তাদের যেতে বলা হয়।
ইসমাইল বলেন, “কিন্তু ওইটা মিয়ানমারের জলসীমা হওয়ায় তারা শাহপরীর দ্বীপের দিকে চলে আসতে থাকেন। এসময় ওই নৌযান থেকে আমাদের ওপর বেশ কয়েক রাউন্ড গুলি চালানো হয়। এতে আমরা দুজন গুলিবিদ্ধ হই।” তবে ট্রলারের অন্যরা অক্ষত রয়েছেন বলেও জানান তিনি।
এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোস্টগার্ডের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তবে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওসমান গনি বলেন, বাংলাদেশি দুই জেলে গুলিবিদ্ধ হওয়ার খবর তিনি পেয়েছেন। গুলিবিদ্ধ দুই জেলেকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুলির ঘটনা অনুসন্ধান করা হচ্ছে।
দীর্ঘদিন ধরে সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে আরাকান আর্মিসহ কয়েকটি বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে সংঘাত চলছে। যার প্রভাব পড়ছে সীমান্তের এপাড়ের বাংলাদেশেও।
এসব ঘটনায় বাংলাদেশিরা হতাহতও হয়েছেন। এর পাশাপাশি মিয়ানমার সেনারা যুদ্ধে টিকতে না পেরে বেশ কয়েক দফায় বাংলাদেশে আশ্রয় নিয়েছেন
Leave a Reply