এস এম আকাশ, চট্টগ্রাম বিভাগীয় ব্যুরোঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন বিজিবি’র মহাপরিচালক
মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ সকাল ১১:৩০ ঘটিকায় তিনি নাইক্ষ্যংছড়িস্থ ১১ বিজিবির জোন সদর দপ্তর পরিদর্শনে যান।
সেখান থেকে দুপুরে বিজিবি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আশ্রিত রাখাইন থেকে পালিয়ে আসা
২৬১ জন জান্তা বাহিনীর সদস্যদের খোঁজখবর নেন।
পরে তিনি ১১ বিজিবির নিয়ন্ত্রণাধীন চাকঢালা বিওপি পরিদর্শন করেন, এতে তিনি মিয়ানমার থেকে জান্তা বাহিনীর পালিয়ে আসা সদস্যের ব্যবহৃত পথগুলোর খোঁজ খবর নেন এবং সীমান্তে বিজিবি’কে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে নির্দেশ দেন।
পাশাপাশি সাম্প্রতিক মিয়ানমারের নানা ঘটনার জন্য বিজিবি’র তৎপরতায় সন্তোষ প্রকাশ করেন।
এসময় বিজিবি’র কক্সবাজার রিজিয়ন কমন্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোরশেদ আলম’সহ নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি’র জোন কমন্ডার লেফটেন্যান্ট কর্ণেল সাহল আহমদ এসি’সহ বিজিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply