1. admin@aparadhatallasi.com : admin :
  2. dailyaparadhatallase2022@gmail.com : aparadha tallase : aparadha tallase
সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনে তফসিল ঘোষণার আগে যারা নিবন্ধিত থাকবে, তাদের নিয়ে নির্বাচন হবে: রংপুরে ইসি রাষ্ট্র মেরামতে ৩১ দফা বাস্তবায়ন করতে হবে শামা ওবায়েদ লামা-চকরিয়া সড়কে দস্যুতা মামলার ৬ আসামী গ্রেফতার মোটরসাইকেল ও মোবাইল জব্দ অভয়নগরে নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৯ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান পাঁচ বছরে শত কোটি টাকার সম্পদের মালিক,  কুষ্টিয়ার সাবেক এমপি ও তার স্ত্রীর বিরুদ্ধে করা দুদকের মামলাঃ স্বামী-স্ত্রী পলাতক আবারো আলোচনা সভায় বসছেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন বিয়ের ৩ দিনপর স্বামী কারাগারে, ফিরে এলেন ১৬ বছর পর লামায় বন্য হাতির আক্রমণে শ্রমিকের মৃত্যু ফুলবাড়ীতে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে শীতবন্ত্র বিতরন যশোর বেনাপোল চোরাচালান বিরোধী বিশেষ টাস্কফোর্স বেনাপোল বাজার থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রিপিস জব্দ করেছে বিজিবি

আলমারির ভিতরে লুকিয়ে থাকা কেএনএফের প্রধান সমন্বয়’কে আটক করেছে র‌্যাব

  • আপডেট সময় : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ৩৮ বার পঠিত

এস এম আকাশ, চট্টগ্রাম বিভাগীয় ব্যুরোঃ

আলমারির ভিতর লুকিয়ে থাকা কেএনএফ’র কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক চেওসিম বমকে আটক করেছে র‌্যাব।

বান্দরবানে বিশেষ অভিযান চালিয়ে পাহাড়ি ক্রাশ কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর ‘প্রধান সমন্বয়ক’ চেওশিম বমকে (৫৫) আটক করেছে র‌্যাব-১৫। শনিবার রাতে সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের শ্যারনপাড়ার বাড়ি থেকে তাকে
গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, কেএনএফের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক চেওশিম বমকে আটক করা হয়েছে। নিজের ঘরে আলমারির ভেতর আত্মগোপন করেছিলেন তিনি।র‌্যাবের বিশেষ দল সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে।

সংবাদ সম্মেলনে. লে. কর্নেল এইচ এম সাজ্জাদ বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চেওশিম বমের বাড়ি ঘেরাওয়ার পর ভেতরে প্রবেশ করে র‌্যাব। কিন্তু কাউকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

একপর্যায়ে ঘরের থাকা স্টিলের আলমারির ভেতর থেকে তাকে আটক করা হয়। আলমারিতে লুকিয়ে ছিলেন তিনি। তার কাছ থেকে দু‌টি বন্দুক উদ্ধার করা হয়েছে। চেওসিম বম কেএনএফের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক।

র‌্যাব জানায়, রোয়াল লিন বম (৫৫) এবং চেওশিম বম (৫৫) বান্দরবানে প্রথম কেএনএফ গঠন করে।
তাদের সঙ্গে কেএনএফ প্রধান নাথান বমের আত্মীয়তার সম্পর্ক রয়েছে।

এর আগে রোববার (৭ এপ্রিল) বান্দরবানের থানচি ও রুমায় কয়েক দফা সন্ত্রাসী হামলার পর সেখানে বিচ্ছিন্নতাবাদীদের দমনে যৌথ বাহিনীর কম্বিং অপারেশন শুরুর কথা গণমাধ্যমকে জানান সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

তিনি বলেন, ইতোমধ্যে কম্বিং অপারেশন শুরু হয়েছে। বিভিন্ন বাহিনী সম্মিলিতভাবে এ কার্যক্রম পরিচালনা করছে। অভিযানের সফলতার জন্য নিরাপত্তার প্রয়োজনে সব বিষয় আমরা প্রকাশ না করলেও জনসাধারণের যেটুকু জানা প্রয়োজন আমরা তা গণমাধ্যমের কাছে প্রকাশ করব।

সেনাপ্রধান বলেন, সংগঠনটির সঙ্গে স্থানীয় প্রশাসনের শান্তি আলোচনা চলছিল। আলোচনা চলাকালে তাদের বিরুদ্ধে আমরা কোনো অভিযান পরিচালনা করিনি। তারা দু’বার শান্তি আলোচনায় বসেছে। তৃতীয়বার বসার কথা বলেছে।

তাদের স্টার সানডেতে সেনাবাহিনীর পক্ষ থেকে রুমার গীর্জায় উপহার পাঠানো হয়েছে। আমরা তাদের বিশ্বাস করেছিলাম। তাদের ষড়যন্ত্র আমরা বুঝতে পারিনি।

গত ০২ এপ্রিল রাতে এবং গত ০৩ এপ্রিল, ২০২৪ ইংরেজি: দুপুরে রুমা ও থানচি উপজেলার কৃষি ও সোনালী ব্যাংকের তিনটি শাখায় হামলা চালায় পাহাড়ের সন্ত্রাসী গ্রুপ কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) শতাধিক অস্ত্রধারী।

তারা টাকা লুট করে, কর্মকর্তা-কর্মচারীদের মারধর করে, একজন ব্যাংক কর্মকর্তাকে অপহরণ
করে নিয়ে যায়। পরে ওই ব্যাংক কর্মকর্তাকে উদ্ধার করা হয়। পুলিশ ও আনসারের ১৪টি অস্ত্র ও গুলি লুট করে নিয়ে যায় তারা। এইসব ঘটনার সঙ্গে কেএনএফ জড়িত বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দৈনিক অপরাধ তল্লাশি

Theme Customized By Shakil IT Park