পীরজাদা মোঃ মাসুদ হোসাইনঃ , জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুরঃ
রায়পুর কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমরান খান। রবিবার (৩১ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কনফারেন্স রুমে এ পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেন রায়পুর প্রেসক্লাবের আহবায়ক পীরজাদা মাসুদ হোসাইন, সদস্য সচিব সাংবাদিক তাবারক হোসেন অজাদ, সিনিয়র সাংবাদিক মাহবুবুল আলম মিন্টু, মাইটিভি প্রতিনিধি শফিউল আযম জুয়েল, সংবাদ প্রতিদিন 24.com এর জেলা প্রতিনিধি প্রভাষক আখতার হোসাইন খান, জনকন্ঠ প্রতিনিধি প্রদীপ কুমার রায়, মানবজমিন প্রতিনিধি আব্দুল লতিফ, যায়যায় দিন প্রতিনিধি ইকরাম হোসেন মুকুল পাটোয়ারী প্রমুখ। এসময় অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় সাংবাদিকরা রায়পুরের উন্নয়নের বিভিন্ন বাধা সমুহ তুলে ধরে বলেন, পৌর শহরের প্রাণ কেন্দ্রে ডাকাতিয়া নদী বাঁধ দিয়ে সেখানে বহুতল ভবন নির্মান করে অবৈধভাবে কোটি কোটি টাকা বানিয়েছে একটি ভুমি দস্যু চক্র। মেঘনা থেকে অবৈধ বালু উত্তোলন থামানো যাচ্ছে না। শিক্ষা ও সাংস্কৃতির প্রতি বিশেষ জোর দিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা হস্তক্ষেপ কামনা করে সরকারি অফিসগুলোতে দূর্ণীতি প্রতিকারে কার্যকর পদক্ষেপ দাবি করেন।
সাংবাদিকরা সমাজে প্রতিনিয়ত ঘটে যাওয়া ঘটনা, ফলোআপ, দূর্ণীতি, অন্যায় ও নানা অনিয়মের বিরুদ্ধে সংবাদ লিখবে। এমন সংবাদ লিখতে গিয়ে যদি কোন সাংবাদিক নিরাপত্তার অভাববোধ করেন তবে তাকে নিরাপত্তা-সুরক্ষা প্রদান রাষ্ট্রীয় দায়িত্বের মধ্যে পড়ে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান খান সাংবাদিকদের সহযোহীতা কামনা করে সরকারের উন্নয়ন সহযোগীতায় অংশিদারিত্ব বজায় রাখার আহবান জানান।
প্রধান কার্যালয়, মিরপুর-১৩,ঢাকা
Copyright © 2025 দৈনিক অপরাধ তল্লাশি. All rights reserved.