চট্টগ্রাম প্রতিনিধিঃ
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দারুল কুরআন ইফতেদায়ী কুরআন মাদ্রাসার পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও সংবর্ধনা দেয়া হয়েছে।এসময় দোয়া মাহফিল ও বর্ণাঢ্য র্যালী বের করে।
২৬ মার্চ মঙ্গলবার সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ভুলাই পাড়া সংলগ্ন দারুল কুরআন ইফতেদায়ী মাদ্রাসায় ৫ম শ্রেণীর A+ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে দারুল কুরআন ইফতেদায়ী মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মোঃ জালাল আহমেদ মেম্বারের সভাপতিত্বে ও মাদ্রাসার পরিচালক মোঃ আশরাফ উদ্দিন’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র মাদ্রাসার উপদেষ্টা বর্তমান ইউপি সদস্য মোঃ খায়রুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দারুল ইফতেদায়ী মাদ্রাসার সাধারণ সম্পাদক মোঃ লোকমান হোসেন, অর্থ সম্পাদক মোঃ সালাউদ্দিন,মাদ্রাসার প্রতিষ্ঠাতা আব্দুল আলী, মুহুরী জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব মোঃ মোজাম্মেল হোসেন,সাবেক সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান, সাবেক অর্থ সম্পাদক মোঃ নেজাম উদ্দীন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, শীপ ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ, বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আওতাধীন সিপিপি বাড়বকুণ্ড ইউনিট টিম লিডার মোঃ মহিউদ্দিন, বাড়বকুণ্ড মুজাদ্দাদিয়া মাদ্রাসার শিক্ষক মোঃ মুমিন, ভুলাইপাড়া আব্দুল আলী জামে মসজিদের ইমাম মোঃ ইলিয়াস ও মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।
Leave a Reply