পীরজাদা মোঃ মাসুদ হোসাইন,রায়পুর (লক্ষ্মীপুর) জেলা প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রায়পুরে বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন (টিসিবি) পণ্য বিতরণে ডিলার দারোগা টেডার্সের বিরুদ্ধে ওজনে কম দেওয়া, দুই কার্ডের টাকা জমা নিয়ে এক কার্ডের মাল দেওয়া, মাল না দিয়ে কার্ড রেখে দেওয়া, অতিরিক্ত টাকা নেওয়াসহ নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
২৪ মার্চ, রবিবার দুপুরে উপজেলার রায়পুর এল এম উচ্চ বিদ্যালয়ে টিসিবির পণ্য বিতরণে এ অনিয়মের ঘটনা ঘটে। রায়পুর পৌরসভার ২, ৮, ৯, নং ওয়ার্ডের ১ হাজার ২’শ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ১ কেজি ছোলা ও ২ লিটার সয়াবিন তেল দেয়ার জন্য আয়োজন করা হয়। ৫২৫ টাকার বিনিময়ে প্রতি পরিবার এ পন্যগুলো পাবে। প্রত্যেকটি ওয়ার্ডে না দিয়ে ৩ ওয়ার্ডের সুবিধাভোগিদের এক জায়গায় জড়ো করায় দূর্ভোগ পোহাতে হয় তাদের। পবিত্র রমজানে ৪/৫ ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। দেরিতে পেয়েও অনেকে আনন্দিত হয়ে সরকারের এ কাজকে সাধুবাদ জানিয়েছেন।
অনিয়মের খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনিরা খাতুন ঘটনাস্থল পরিদর্শন করেন, এবং অনিয়মগুলোকে ছোটখাটো ভুল হিসেবে আখ্যা দেন।
Leave a Reply