মুহাম্মদ জাবেদ হোসাইন বিপ্লব,চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
মহেশখালীর জামাল পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও ইসলামিয়া হাফেজিয়া এতিমখানার শিক্ষক হাফেজ মাওঃ নূর মোহাম্মদ (৪৫) তারাবির নামাজ শেষে রাত ১০:৩০ ঘটিকায় আকস্মিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন।
তিনি লোহাগাড়া পশ্চিম কলাউজান ইউনিয়নের বলি পাড়া গ্রামের মরহুম হাজী আব্দুল গফুরের ছেলে। তিনি স্ত্রী ও দুই ছেলে দুই মেয়ে সহ অসংখ্য ছাত্র ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।
আজ রাত ১২:৩০ ঘটিকার সময় তার কর্মস্থল জামাল পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে প্রথম নামাজে জানাজা শেষে রাতেই তার মরদেহ লোহাগাড়ায় নিয়ে আসা হয়। আগামীকাল বৃহস্পতিবার সকালে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
মহান আল্লাহ যেন মরহুম মাওলানার জীবনের জানা-অজানা ভুলক্রটি ক্ষমা করে পবিত্র মাহে রমাদানুল মোবারকের উসিলায় জান্নাতুল ফেরদৌসের উচু মকাম দান করেন আমিন ছুম্মা আমিন।
Leave a Reply