এসএম মাসুদ, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ
রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আজহারুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে।বুধবার (২০ মার্চ ) বিকেল ৪টার দিকে গাজীপুরের কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে চৌকার চালা উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাযের জানাজা অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধা আজহারুল ইসলামের দাফনের আগে কাপাসিয়া পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।
এ-সময় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত নূর মৌসুমী,উপজেলা চেয়ারম্যান আমানত হোসেন খাঁন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শহীদুল্লাহ্, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান,যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উদ্দিন সেলিম, থানা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বজলুর রশিদ মোল্লা, উপজেলা আওয়ামী লীগের প্রচার প্রকাশনা সম্পাদক ইমানউল্লাহ শেখ ইমু, বারিষাব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাউজ্জামান বাবলু,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মজিবুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পারিবারিক সুত্রে জানা যায় বার্ধক্য জনিত কারনে নিজ বাড়িে অসুস্থ হয়ে তার মৃত্যু হয়।মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর।
প্রধান কার্যালয়, মিরপুর-১৩,ঢাকা
Copyright © 2024 দৈনিক অপরাধ তল্লাশি. All rights reserved.