পীরজাদা মোঃ মাসুদ হোসাইন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
২০১৬ সালের ১৪ মার্চ নোয়াখালীর সোনাইমুড়ীতে গুজব ছড়িয়ে হেযবুত তওহীদের দুই সদস্যকে হাত পায়ের রগ কেটে, চোখ উপড়ে, জবাই করে ও পুড়িয়ে হত্যার প্রতিবাদে এবং অতি দ্রুত হত্যাকারীদের বিচার প্রক্রিয়া শুরু করার দাবিতে লক্ষ্মীপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘দুই শহীদের খুনিরা আজও ঘুরে বেড়াচ্ছে, হত্যাকারীদের বিচার প্রক্রিয়া দ্রুত শুরু করা হোক’- এই স্লোগানে আজ ১৪ মার্চ, ২০২৪ বৃহস্পতিবার বেলা ৪ টায় লক্ষ্মীপুর জেলা কার্যালয়ে আলোচনা সভা করে হেযবুত তওহীদ।
হেযবুত তওহীদ লক্ষ্মীপুর সদর উপজেলা সভাপতি আরমান হোসেন শাকিলের সভাপতিত্বে আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন, হেযবুত তওহীদ লক্ষ্মীপুর জেলা সভাপতি জামাল হোসেন সোহাগ, আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়া, জেলা শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক শরীফ হোসেন সাদ্দাম, রায়পুর উপজেলা সভাপতি আব্দুর রহমান পাটোয়ারী, সদর পৌরসভা সভাপতি শাহাদাত হোসেন আনন্দ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, নোয়াখালীর সোনাইমুড়িতে ধর্মব্যবসায়ী উগ্রবাদীদের হত্যাযজ্ঞের ৮ বছর পেরিয়ে গেলেও এর বিচার শুরু হয়নি, যা অত্যন্ত দুঃখজনক। এমন নির্মম পৈশাচিক হত্যাকাণ্ডের বিচার এভাবে ঝুলে থাকতে পারে না। বিচারের দীর্ঘসূত্রিতার ফলে আসামিরা এখন বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে। এই অপপ্রচারকারী ও হামলার চক্রান্তকারী কুচক্রী মহলকে দ্রুত আইনের আওতায় এনে বিচারের মুখোমুখী করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এদের বিরুদ্ধে এখনই আইনী ব্যবস্থা গ্রহণ না করলে, এরা যে কোনো ধরনের তান্ডব সৃষ্টি করতে পারে। সেক্ষেত্রে কেবল হেযবুত তওহীদই ক্ষতিগ্রস্ত হবে না, সেই সাথে ক্ষতিগ্রস্ত হবে সমাজ, ক্ষতিগ্রস্ত হবে দেশ। এসময় ধর্মব্যবসায়ী উগ্রবাদীদের দ্বারা যেন আর একটা প্রাণও না ঝরে এবং দ্রুততার সাথে ইব্রাহিম রুবেল ও সোলায়মান খোকনের হত্যাকারীদের বিচারকার্য শুরু করার জোর দাবি জানান তারা।
প্রধান কার্যালয়, মিরপুর-১৩,ঢাকা
Copyright © 2025 দৈনিক অপরাধ তল্লাশি. All rights reserved.