শেখ মোঃ হুমায়ুন কবির, স্টাফ রিপোর্টারঃ
গাজীপুরের শ্রীপুরে কিশোর গ্যাংয়ের সদস্যদের ছুরিকাঘাতে রাকিবুল ইসলাম রাব্বি নামের এক এসএসসি পরীক্ষার্থী কিশোর গ্যাং এর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
(০৩’ই মার্চ ২০২৪) রবিবার সকাল ১১:ঘটিকায়। পৌর ০৯ নং ওয়ার্ড করইতলা বাজারে অবস্থিত, ইকরা প্রি ক্যাডেট এন্ড হাইস্কুলের প্রতিষ্ঠাতা পরিচাকল, আব্দুস ছালাম ফকিরের নেতৃত্বে অত্র স্কুলের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও অত্র এলাকার বিভিন্ন পেশাজীবি মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মানববন্ধনে বক্তারা বলেন, গতো (২৮’শে ফেব্রুয়ারি ২০২৪) বুধবার ইকরা প্রি ক্যাডেট এন্ড হাইস্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল, রাত সাড়ে ৮টার দিকে পাঁচ-ছয়জন বহিরাগত কিশোর গ্যাং স্কুলের মাঠে বিশৃঙ্খলা করছিল পাশাপাশি স্কুলের মেয়েদের ইভটিজিং করছিলো, এক পর্যায়ে অত্র স্কুলের এ বছরের (এসএসসি পরিক্ষার্থী) রাব্বি প্রতিবাদ করায়, বহিরাগত কিশোর গ্যাং এর উশৃংখল ছেলেরা রাব্বিকে এলোপাতাড়ি কিল ঘুশি মারতে থাকে এক পর্যায়ে রাব্বিকে একাধিকবার ছুরিকাঘাত করে। রাব্বির চিৎকার শুনে অন্য ছাত্ররা ছুটে এলে হামলাকারী বহিরাগত কিশোর গ্যাং এর উশৃংখল ছেলেরা পালিয়ে যায়, আমরা আইনের মাধ্যমে উশৃংখল এই কিশোর গ্যাং এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
অত্র স্কুলের, প্রতিষ্ঠাতা পরিচাকল আব্দুস ছালাম ফকির, বলেন। ইকরা প্রি ক্যাডেট এন্ড হাইস্কুল একটি সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান, এ স্কুলের প্রথম থেক আজ অবদি এমন ঘৃণিত ঘটনা আর কখনো ঘটেনি। এ বছরে আমার স্কুলের (এসএসসি পরিক্ষার্থী) রাব্বি’র উপর কিশোর গ্যাং হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এসময় উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, ইকরা প্রি- ক্যাডেট এন্ড হাইস্কুলের সভাপতি আব্দুল মান্নান ফকির, প্রতিষ্ঠানের পরিচালক আব্দুস সালাম ফকির, প্রতিষ্ঠানের সহ-প্রধান শিক্ষক ফয়সাল আহমেদ নীরব প্রতিষ্ঠানের অভিভাবক খাদিজা, প্রাক্তন শিক্ষার্থী ইসরাফিল, সচেতন অভিভাবক রিদওয়ান আলী, সিনিয়র শিক্ষক রুবেল, ইকরা প্রি ক্যাডেট স্কুলের অভিভাবক মোঃ মনির হোসেন, খোরশেদ মাতব্বর সহ শিক্ষক মন্ডলী, অভিভাবক, ছাত্র-ছাত্রী ও সুধীজন।
এ বিষয়ে জানতে চাইলে মাওনা ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোঃ ইসলাম বলেন, স্কুলমাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রাব্বির পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply