মোঃ কামরুল হাসান, মিরসরাই উপজেলা প্রতিনিধিঃ
মিরসরাইয়ের শতবর্ষী বিদ্যাপীঠ মসজিদয়া জব্বারিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া, সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল নয়টা থেকে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের প্রথম অধিবেশন শুরু করা হয়।এরপরই শুরু হয় বিদ্যালয়ের ছাত্র – ছাত্রীদের অংশগ্রহণে বিভিন্ন খেলাধুলার প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্য দিয়ে ক্রীড়ানুষ্ঠান এবং শেষ হয় দুপুর বারোটায় ।
বিরতির পর বিকাল দুইটা থেকে শুরু
হয় সাংস্কৃতিক, পুরষ্কার বিতরনী ও সংবর্ধনা অনুষ্ঠান।
উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন ১২নং খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মাহফুজুল হক জুনু, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা শিক্ষা অফিসার জনাব এ কে এম ফজলুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই সহকারী শিক্ষা অফিসার জনাব রেজাউল ইসলাম, জনাব নুর উদ্দিন জাহাঙ্গীর ভূঁইয়া, জনাব মফিজুল ইসলাম,জনাব আজিজুল হক নিজামী সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, অবিভাবক এবং ছাত্র -ছাত্রী বৃন্ধ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব কাজী ইমাম উদ্দিন চৌধুরী। উপস্থিত অতিথিদের আসন গ্রহণ ও স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় পর্ব, এসময় বক্তারা ছাত্র ও অভিভাবকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।উপস্থিত অতিথিদের উপহার দিয়ে সম্মানিত করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জনাব কাজী ইমাম উদ্দিন চৌধুরী।
সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা কবিতা,ছড়া,গান এবং নৃত্য পরিবেশন করে এবং সবশেষে
পুরষ্কার বিতরনীর মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
Leave a Reply