এস এম আকাশ,চট্টগ্রাম বিভাগীয় ব্যুরোঃ
মাইজভাণ্ডার শরীফের সাজ্জাদানশীন, ডক্টর সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী বলেছেন,”রমজান মাসের প্রতিক্ষায় মুসলমানরা সারা বছর ব্যাকুল থাকেন। এ মাসটি সমগ্র মুসলিম জাহানের জন্য অত্যন্ত পবিত্র ও আনন্দের। আমরা বিভিন্ন দেশে দেখি, পবিত্র রমজান মাস উপলক্ষ্যে বিভিন্ন পণ্যে বিশেষ ছাড় দেয়া হয়। ধনিরা বেশি বেশি যাকাত ও দান সদকাহ্ করে থাকেন, যাতে দরিদ্রদের কষ্ট না হয়। বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহত্তম মুসলিম জনগোষ্ঠীর দেশ হওয়া সত্ত্বেও, এখানে আমরা দেখি রমজান মাসকে ঘিরে অসাধু চক্রের দৌরাত্ম্য। এতে সাধারণ মানুষের কষ্টের সীমা থাকে না। এমনিতেই বৈশ্বিক মন্দা ও মূল্যস্ফীতি ; তার ওপর এভাবে ব্যবসায়ীরা সিন্ডিকেট, মজুদদারি করে মূল্য বৃদ্ধি করলে জনগণ কোথায় যাবে! তাই এ বিষয়ে সরকার ও ব্যবসায়ী সমাজকে যথাযথ সমন্বয়ের মাধ্যমে জনগণকে স্বস্তিতে রাখতে হবে। ব্যবসায়ীদের প্রতি আহবান থাকবে, সততার সাথে ব্যবসা করলে আল্লাহর পক্ষ থেকে যে মহৎ পুরস্কার রয়েছে, তা গ্রহণ করুন। যদি প্রতারণা করেন, ওজনে কম দেন, মজুদদারি করেন, তবে তা হবে জুলুম। এর কঠিন শাস্তি ভোগ করতে হবে।”
১৬ ফেব্রুয়ারি, ২০২৪ কক্সবাজার জেলার পেকুয়াতে আহলে বাইতে রাসুল (দ.) মাদ্রাসার সালানা জলসায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় পেকুয়া উপজেলা চেয়ারম্যান মোহামমদ জাহাংগীর আলম সহ সহানীয় রাজনৈতিক সামাজিক নেতৃবৃনদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ, ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।
দো-জাহানের বাদশাহ্, রহমাতুল্লিল আলামীন, হযরত আহমদ মুজতবা, মুহাম্মদ মুস্তফা (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এবং তার পবিত্র আহলে বাইতগণের প্রতি সশ্রদ্ধ সালাম পেশ শেষে দেশ ও মানবতার কল্যাণ কামনায় মুনাজাত করেন, সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী।
Leave a Reply