এস এম আকাশ, চট্টগ্রাম বিভাগীয় ব্যুরোঃ
বাংলাদেশ ম্রো কাউন্সিল সম্মেলন’২৪ ইং,লামা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় লামা উপজেলা পরিষদ হলরুমে লামা শাখার আয়োজনে অনুষ্ঠিত সম্মেলন সভাপতিত্ব করেন লামার আহবায়ক কাইওয়ে ম্রো মেম্বার । এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল। উদ্বোধক ছিলেন বাংলাদেশ ম্রো কাউন্সিল, বান্দরবান জেলা শাখার সভাপতি রাংলাই ম্রো।
বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লামার গজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, রুপসী পাড়ার ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা, কুরুপ পাতা ইউপি চেয়ারম্যান ক্রাতংপুং ম্রো,টংকাবতী ইউপি চেয়ারম্যান মাংইয়ং ম্রো,ত্রিপুরা কল্যাণ সংসদের প্রতিনিধি জোনা ত্রিপুরা,লুলাইং ম্রোজার হেডম্যান সিংপাশ চৌধুরীসহ স্থানীয় হেডম্যান, কারবারি,ইউপি মেম্বারসহ ম্রো সম্প্রদায়ের বিভিন্ন স্থরের নারী -পুরুষেরা।
পরে দ্বিতীয় অধিবেশনে সবার সম্মতিক্রমে লামার ম্রো সোস্যাল কাউন্সিলের নতুন সভাপতি কাউওয়ে ম্রো,সম্পাদক চম্পাত ম্রো,সাংগঠনিক সম্পাদক লাংয়েং ম্রো ও অর্থ সম্পাদক দির ওয়াই ম্রো নামসহ আংশিক কমিটি নাম ঘোষনা করা হয়।
বর্ণিত কমিটি আগামী এক (১) মাসের মধ্যে পুনাঙ্গ কমিটি গঠন করে তিন বছরের জন্য দায়িত্ব
পালন করবেন।
Leave a Reply