স্টাফ রিপোর্টারঃ
আজ শনিবার ১৭ ই এপ্রিল ২০২৪ বঙ্গাব্দ ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার ১১ নং লংগাইর ইউনিয়ন এর কুমারবাড়ি গ্রাম নতুন বাজার সংলগ্ন পাগলা টু গফরগাঁও সড়কে একটি ট্রাক ও অটোরিকশা সংঘর্ষ সৃষ্টি হলে ঘটনাস্তলে ১ জন নিহত হন,নিহতের বাড়ি স্থানীয় মাইজবাড়ি গ্রামে এবং আর ও ২ জন গুরুতর আহত হয়েছে।
গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ এণ্ড হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
স্থানীয়সূত্রানুসারে জানা যায় ঢাকা -গাজিপুর,বরমী -পাগলা থানা হয়ে গফরগাঁও ও ময়মনসিংহ এবং অপরদিকে কিশোরগঞ্জ যাওয়ার বাইপাস সড়কটি অত্যন্ত আকাঁবাঁকা থাকার ফলে সড়ক দূর্ঘটনা বাড়ছে।আজ বেলা ১ টা ৩০ মিনিটে এই মর্মান্তিক সড়ক দূর্ঘটনাটি ঘটেছে।
ঘটনাস্থল পরিদর্শনে আছেন পাগলা থানা পুলিশের তদন্ত ওসি আনোয়ার হোসেন সহ চৌকস একটি টিম।
একটি ইট ভাঙ্গানোর গাড়ির জন্য এই মর্মান্তিক সড়ক দূর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
ইট ভাঙানোর গাড়িটির ড্রাইভার পালিয়ে গেছে বলে ও জানা যায়।
প্রধান কার্যালয়, মিরপুর-১৩,ঢাকা
Copyright © 2025 দৈনিক অপরাধ তল্লাশি. All rights reserved.