স্টাফ রিপোর্টারঃ
টাঙ্গাইলের গোপালপুরে দ্রুতগামী বাস চাপায় চালকসহ মোটরসাইকেল আরোহীর মৃ'ত্যু হয়েছে। নিহ'তরা সম্পর্কে মা-ছেলে।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৭টায় উপজেলার দড়িসয়া গ্রামের বয়েলপাড় নামক স্থানে এ দু'র্ঘটনা ঘটে।
নিহ'তরা হচ্ছেন, উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের মৌজা ডাকুরি গ্রামের মৃত কামরুজ্জামান তোতার স্ত্রী চায়না বেগম (৪৮) তার ছেলে শাকিব মিয়া (১৯)।
ঝাওয়াইল ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শাকিব এবারের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। তার মাকে ঢাকার গাড়িতে তুলে দিতে গোপালপুর যাওয়ার এ দু'র্ঘটনা ঘটে।
গোপালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, সকালে শাকিব তার মাকে নিয়ে মোটরসাইকেল যোগে গোপালপুর উপজেলা সদরে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী বাসের সাথে মোটরসাইকেলটির ধা/ক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মা ছেলে নিহ'ত হন। বাসটি আট'ক করা হলেও চালক ও হেলপার পালিয়ে যায়।
প্রধান কার্যালয়, মিরপুর-১৩,ঢাকা
Copyright © 2025 দৈনিক অপরাধ তল্লাশি. All rights reserved.